১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জে নবম শ্রেণীর শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০২৫, ০৫:০৩ অপরাহ্ণ
জকিগঞ্জে নবম শ্রেণীর শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ

বারহাল প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির (১৪) এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২৬ জুলাই, শনিবার দুপুর আনুমানিক ১টায় শাহগলি বাজার সংলগ্ন একটি ইটভাটার কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী বারহাল ইউনিয়নের নিদনপুর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর স্বজনরা জানান, গত শনিবার মেয়েটি স্কুলে প্রাইভেট পড়া শেষে টেইলার্সের দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার সময় এক সিএনজি চালক তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। পরে স্থানীয় শাহগলী সিএনজি স্ট্যান্ডের কয়েকজন চালক ওই চালকের কাছে ২৫ হাজার টাকা দাবি করলে একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়। এই ঘটনার সুযোগ নিয়ে মেয়েটিকে একটি ব্রিকফিল্ডে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
ধর্ষণের সময় মেয়েটি জ্ঞান হারালে, জ্ঞান ফেরার পর সিএনজি চালক তাকে বাড়ির পাশে নামিয়ে দিয়ে যায়।
আরও জানা গেছে, অভিযুক্তরা ধর্ষণের সময় মোবাইলে ভিডিও ধারণ করে এবং ভিকটিমকে এ বিষয়ে কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। এমনকি তারা মেয়েটির ভাইকেও ফোন করে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য চাপ দেয় এবং তা না মানলে বাড়িতে হামলার হুমকিও দেয়।
এই  ঘঠনায় পাঁচ জনের বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন খিলগ্রামের তানজিদ (২২), পিতা- আব্দুল বাছিত, পেশায় সিএনজি ড্রাইভার; নিদনপুরের ইমরান, পেশায় সিএনজি ড্রাইভার; মাইজগ্রামের সাকের ও সাকিল, যাদের মধ্যে সাকের সিএনজি ড্রাইভার এবং সাকিল টমটম ড্রাইভার; এবং মনতৈলের মুমিন, পেশায় ঝালমুড়ি বিক্রেতা ।
বাজার এলাকায় এই ঘটনাটি ঘটায় দ্রুতই তা লোকমুখে ছড়িয়ে পড়ে।তবে ২৯ জুলাই বিষয়টি অনলাইনে নেটিজেনদের সামনে আসে । এই মর্মান্তিক ঘটনায় আজ ৩০শে জুলাই জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করবেন বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।
ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা বলেন, “এই নির্মম ঘটনায় আমাদের পরিবারের মস্তিষ্ক বিকল হয়ে গেছে। এত নিষ্ঠুরতা আমরা কখনো দেখিনি। মেয়েটির জন্য আমরা ন্যায় চাই, দোষীরা যেনো কঠোর শাস্তি পায়। আমরা প্রশাসনের কাছে দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি করছি।”জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, “এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানোগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে আজ ৩০ জুলাই বিকাল ৩টায় শাহগলি বাসস্ট্যান্ডে নিদনপুর মৌজাবাসীর উদ্যোগে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।