১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা, গুরুতর আহত ৪, থানায় মামলা দায়ের

admin
প্রকাশিত জুন ১২, ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ণ
বিশ্বনাথে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা, গুরুতর আহত ৪, থানায় মামলা দায়ের

Manual1 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় ৪জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাঠাকইন গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে এই গ্রামের আব্দুল মোনাফের পুত্র মোক্তার আলী বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা (মামলা নং- ৩, তারিখ-০৭-০৬-২০২৫ইং) দায়ের করেন।

Manual6 Ad Code

মামলায় অভিযুক্তরা হলেন এ ঘটনায় পাঠাকইন গ্রামের মৃত আলকাস আলীর ছেলে তবারক আলী (৪০), ময়না মিয়ার ছেলে চুনু মিয়া (৪৫), আইয়ন আলীর ছেলে জুয়েল আহমদ (৩২), সুলেমান আহমদ (২৭), হেলাল মিয়ার ছেলে শাওন আহমদ (২৫), পংকি মিয়ার ছেলে আরিফ আহমদ (২২), ময়না মিয়ার ছেলে পংকি মিয়া (৫০), মোবারক আলীর ছেলে দোলাল আহমদ (২৮), জাবিদ আলীর ছেলে মোবারক আলী (৫৫), চুনু মিয়ার ছেলে জুবের মিয়া (২৬) ও জাহেদ মিয়া (২১), বরিশালের বাকেরগঞ্জ থানার ফিরোজ জমাদ্দারের ছেলে ইমন জমাদ্দার (২৭), একই উপজেলার সাহেবগঞ্জ গ্রামের আবুল হোসেনের ছেলে সাগর হাওলাদার (২৯)।

মামলার এজহার সূত্রে জানা যায়, বিশ্বনাথ উপজেলার পাঠাকইন গ্রামের মৃত আলকাস আলীর ছেলে তবারক আলী গংরা পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলা চালায়। এসময় এজহারে উল্লেখিত আসামীদের হামলায় একই গ্রামের আব্দুল মোনাফের পুত্র মোক্তার আলী, মৃত আব্দুস সত্তারের ছেলে মাসুক মিয়া, মৌরশ আলী, দিলনূর মিয়া গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে আহত এই ৪জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

Manual5 Ad Code

মামলার বাদী ভুক্তভোগী মোক্তার আলী জানান, তবারক একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় বিভিন্ন ঘটনায় ১৫টি মামলা রয়েছে। গত কিছুদিন আগে এই শীর্ষ সন্ত্রাসী তার দলবল নিয়ে আমার দুজন আত্মীয়কে পৃথম স্থানে হামলা মারপিট করে। এই দুটি ঘটনায় পৃথক দুটি মামলাও হয়। একটি ঘটনায় আমার ভাগনা বিলাল আহমদ বাদী হয়ে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশ্বনাথ থানা মামলা (মামলা নং-০৩, তারিখ ০৭/০১/২০২৫ইং) করেন। আরেকটি ঘটনায় আমার নাতি মাছুম আহমদ বাদী হয়ে বিশ্বনাথ থানার আরেকটি মামলা (মামলা নং ১০, তারিখ-১৩/০৩/২০২৫ইং) দায়ের করেন।
এসব ঘটনার সূত্র ধরেই সে আদালত থেকে জামিনে বের হয়ে গত ৫ জুন আবারো আমাদের উপর তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায়।

Manual4 Ad Code

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী ।

Manual4 Ad Code

তিনি বলেন, আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Manual1 Ad Code
Manual8 Ad Code