১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ বন্দীর মুক্তি!

admin
প্রকাশিত জুলাই ৩, ২০২৫, ০২:৩৬ অপরাহ্ণ
সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ বন্দীর মুক্তি!

Manual8 Ad Code

নাইন ডেস্ক
সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আট বন্দিকে মুক্তি দিয়েছে সরকার। ০১ জুলাই কারাগার থেকে মুক্তি পান এসব বন্দি। কারামুক্তির বিষয়টি দৈনিক ঘোষণা কে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ডিআইজি প্রিজন মো. ছগির মিয়া।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘টুয়েন্টি ইয়ারস রুল’ নামে পরিচিত কারাবিধির ৫৬৯ ধারা ও ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা বলে অন্তত ২০ বছর সাজা ভোগ করা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দিদের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিলেট বিভাগীয় ডিআইজি প্রিজন মো. ছগির মিয়া দৈনিক ঘোষণাকে জানান, শৃঙ্খলা রক্ষা, ভালো আচরণ এবং সংশোধনের প্রমাণ থাকায় নিয়ম মেনে সিলেট কারাগার থেকে আটজন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তারা হলেন- বাদশা মিয়া (৫৩), জামাল উদ্দিন (৩৯), নৌশাদ আলী (৬২), শ্যামন সিং (৪৭), শামীম আহমদ (৪৩), মিন্নাত আলী (৫২), মুজিবুর রহমান (৬১) ও আব্দুল মুক্তাদির (৫১)।
বাংলাদেশ কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেটের আট জন সহ সারা দেশে ২০ বছর বা তার বেশি সময় কারাভোগ করা ৫৬ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দির আবেদন যাচাই-বাছাই শেষে তাদের মুক্তি অনুমোদন করেছে সরকার।
সংশ্লিষ্ট মহলের মতে, এ উদ্যোগ শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং সংশোধিত বন্দিদের সমাজে পুনঃসম্পৃক্তির সুযোগ তৈরির পাশাপাশি কারাগারের চাপ কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

Manual1 Ad Code
Manual3 Ad Code