১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে কোরবানি দিতে গিয়ে আহত অর্ধশতাধিক

admin
প্রকাশিত জুন ৭, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
সিলেটে কোরবানি দিতে গিয়ে আহত অর্ধশতাধিক

Manual5 Ad Code

নাইন নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে কোরবানি দিতে গিয়ে সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১৭৬ জন আহত হয়েছেন।
সিলেটের বিভিন্ন এলাকায় পশু কোরবানি করতে গিয়ে দুর্ঘটনাবশত আহত হয়ে ৭৬ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যায়।

Manual7 Ad Code

শনিবার (০৭ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী।
আহত কয়েকজন জানান, পশু কোরবানি দিতে গিয়ে দুর্ঘটনাবশত তারা আহত হন। কেউ পশু জবাই করার সময় ষাঁড়ের গুতোয় আহত হয়েছেন। আবার কেউ মাংস কাটতে গিয়ে ধারালো ছুরি কিংবা দায়ের আঘাত পেয়ে আহত হয়েছেন।

Manual5 Ad Code

চিকিৎসকরা বলছেন, শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত আহতের সংখ্যা ১৭৬ ছাড়িয়ে গেছে। তবে আহতদের মধ্যে অধিকাংশই মৌসুমী কসাই।
প্রতি বছর ঈদুল আজহার দিন কোরবানির পশু জবাই করার সময় অসাবধানতাবশত ধারালো অস্ত্রে আহত হওয়ার ঘটনা ঘটে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে অধিকাংশ আহত ব্যক্তি শঙ্কামুক্ত রয়েছে বলে জানা গেছে।

Manual1 Ad Code
Manual8 Ad Code