১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে পৌর বিএনপি – অঙ্গসংগঠনের ৩৬ জুলাইয়ের বিজয় মিছিল

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ
গোলাপগঞ্জে পৌর বিএনপি – অঙ্গসংগঠনের ৩৬ জুলাইয়ের বিজয় মিছিল

ডেস্ক রিপোর্ট::
সিলেটের গোলাপগঞ্জে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বিজয় মিছিল পৌর শহরের চৌমুহনী নূর ম্যানশনের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নূর ম্যানশনের সামনে এসে এক সভায় মিলিত হয়।

সভায় পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন-সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.এমরান আহমদ চৌধুরী, সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন,গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামেল আহমদ চৌধুরী।

এসময় বক্তারা বলেন,’দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা গত বছরের আজকের এই দিনে আওয়ামী লীগের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি নতুন স্বাধীনতা এদেশের মানুষকে উপহার দিয়েছে।
বিএনপি’র অবদান মানুষ মনে রাখবে।’

তারা ৫ আগস্টকে স্মরণ করে বলেন,’জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছে,শিক্ষার্থীদের অবদান এ জাতি মনে রাখবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর, শ্রমিক, কৃষক, রিক্সা চালক সকল পেশার মানুষ অংশ নিয়েছিলেন জুলাই আগস্ট-গণঅভ্যুত্থানে, উপজেলায় যে ৭জন স্বৈরাচার সরকারের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা কামনা করেন তারা। তারা বলেন, সেই শহীদদের স্মৃতি আমাদের ভোলার নয়, আমরা তাদের স্মরণ করব আজীবন। এছাড়া যারা শহিদ হয়েছেন তাদের নামে পৌর শহরের চৌমুহনীতে চত্বর নির্মাণের দাবি জানান বক্তারা।

বিজয় মিছিলে জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এরআগে বৃষ্টি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল সহকারে বিজয় মিছিলে এসে সমবেত হন নেতাকর্মীরা৷

বার্তা বিভাগ