১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেটে প্রকাশ্যে ছুরিকাঘাতে একব্যাক্তি নিহত

admin
প্রকাশিত আগস্ট ৭, ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ণ
সিলেটে প্রকাশ্যে ছুরিকাঘাতে একব্যাক্তি নিহত

সিলেটে দূর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যাক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে মহানগরের কিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, নিহত ডালিম আহমদ (৩৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা এলাকার লোকমান মিয়ার ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। পুলিশ জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছে।