১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

আগামী ১৪ আগস্ট বিয়ানীবাজারে জমিয়তের কর্মী সমাবেশ, আসছেন কেন্দ্রীয় মহাসচিব

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ণ
আগামী ১৪ আগস্ট বিয়ানীবাজারে জমিয়তের কর্মী সমাবেশ, আসছেন কেন্দ্রীয় মহাসচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট ৬ আসনে ১৪ আগস্ট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী ঘোষণা ও কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিয়ানীবাজার গোলাপগঞ্জ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

রোববার বিকেলে অনুষ্ঠিত বিয়ানীবাজার পৌর শহরে উপজেলা জমিয়তে ইসলামীর কার্যালয়ে দুই উপজেলার শীর্ষস্থানীয়দের উপস্থিতিতে মতবিনিময় সভায় গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি শায়খ আব্দুল মতিন নাদিয়ার সভাপতিত্বে গোলাপগঞ্জ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সেক্রেটারি মাওলানা আলী আহমদ সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম দেশব্যাপী ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। যার ফলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি একক প্রার্থী হিসেবে হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে সিলেট ৬ আসনে নির্বাচন করার জন্য মনোনীত করেছে।

তিনি তার বক্তব্যে আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সকল কার্যক্রম চলমান রয়েছে। ১৪ আগস্ট সিলেট ৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনের প্রার্থীকে সকলের সাথে পরিচয় করিয়ে দিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি প্রধান অতিথি হিসেবে থাকবেন।

এসময় ১৪ আগষ্ট প্রার্থী ঘোষণা ও কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে বক্তব্য দেন বিয়ানীবাজার জমিয়ত এর সেক্রেটারি মাওলানা আব্দুল হক কাসেমী। তিনি তার বক্তব্যে বলেন, ১৯১৯ সালে গঠিত জমিয়তে উলামায়ে ইসলাম নীতী এবং আদর্শের ভিত্তিতে দ্বীন প্রতিষ্ঠা ও দেশ জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। সিলেট ৬ আসনের দুই উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম সংসদ নির্বাচন থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে খেজুর গাছ প্রতীক নিয়ে অংশ গ্রহণ করেছে। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই উপজেলার শীর্ষস্থানীয়দের মতামতের ভিত্তিতে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে। ৯ আগস্ট কেন্দ্র থেকে ও তার নাম ঘোষণা করা হয়েছে।
আগামী ১৪ আগস্ট দুই উপজেলার নেতৃবৃন্দের কাছে পরিচিত করতে বিয়ানীবাজার ইসলামী ব্যাংকের সামনে কর্মী সমাবেশ করা হবে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ জিয়া উদ্দিন।

বিয়ানীবাজার পৌর জমিয়তের সেক্রেটারি হাফিজ মাওলানা আব্দুল্লাহ’র পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুগ্ম সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল হাসান, নির্বাহী সদস্য, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশিদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা নুর উদ্দিন, যুব জমিয়ত সেক্রেটারি আব্বাস আল মাহমুদ, ছাত্র জমিয়ত সেক্রেটারি নাইম আহমদ, প্রচার সম্পাদক আফসার আহমদ প্রমুখ।