১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৭ হিজরি

কুলাউড়ায় আল-খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে কোরবানির মাংস বিতরণ

admin
প্রকাশিত জুন ৯, ২০২৫, ০১:১০ অপরাহ্ণ
কুলাউড়ায় আল-খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে কোরবানির মাংস বিতরণ

খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকে:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সোমবার (৯ জুন), ঈদের তৃতীয় দিনে কুলাউড়ার মনোহরপুর আনোয়ারুল উলুম মাদ্রাসায় কোরবানির মাংস বিতরণ করা হয়। আল-খায়ের ফাউন্ডেশন ইউকে’র অর্থায়নে এবং শায়খ মুফতি আব্দুর রহমান মহোদয়ের সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন হয়।

উক্ত আয়োজনে চারটি গরু কোরবানি দিয়ে মাংস মাদরাসাটির লিল্লাহ বোর্ডিংয়ে থাকা দেড় শতাধিক গরিব ও ইয়াতিম শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। মাদরাসাটিতে বর্তমানে প্রায় চার শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আবদুস সালাম, ডা. আব্দুশ শাকুর, ভাষাসৈনিক বদরুজ্জামান পরিষদের খিজির মুহাম্মদ জুলফিকার, তবারক মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা এ মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।