১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

সাদাপাথর লুটের মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫, ১০:২১ পূর্বাহ্ণ
সাদাপাথর লুটের মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ডেস্ক রিপোর্ট::
সিলেটের কোম্পানীগন্জে সাদাপাথর লুটের ঘটনায় লুটেরা চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) ভোররাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছ- ১) মোহাম্মদ কামাল মিয়া (৪৫) পিতা-মৃত সিকন্দর আলী, গ্রাম-কালাই রাগ, থানা-কোম্পানীগঞ্জ, সিলেট ২) মোঃ আবু সাঈদ (২১) পিতা- কামাল মিয়া, সাং-কালাই রাগ, থানা-কোম্পানীগঞ্জ,সিলেট, ৩) মোঃ আবুল কালাম (৩২) পিতা-মৃ,ত মনফর আলী, সাং নাজিরের গাও, থানা-কোম্পানীগঞ্জ, সিলেট। তাদেরকে নিজ নিজ বাড়ী থেকে গ্রে,ফতার করা হয়েছে। অন্যদিকে ক্রাশ করা সাদাপাথর ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় চেকপোস্টে ৪) ইমান আলী (২৮)পিতা শহীদ মিয়া, সাং-লাছু খাল, থানা -কোম্পানীগঞ্জ, সিলেট, ৫) জাহাঙ্গীর আলম( ৩৫) পিতা-শহীদ মিয়া, সাং লাচু খাল, থানা কোম্পানীগঞ্জ, সিলেটদ্বয়কে ডাম্প ট্রাক ভর্তি সাদাপাথর-সহ গ্রে,ফ,তার করা হয়।

সকলকে খনিজ সম্পদ অধিদপ্তরের দায়েরকৃত মা,মলায় আদালতে প্রেরণ করা হচ্ছ বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আদনান