১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

গণতন্ত্র রক্ষায় ছাত্রসমাজকে প্রস্তুত থাকতে হবে : খন্দকার মুক্তাদির

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ণ
গণতন্ত্র রক্ষায় ছাত্রসমাজকে প্রস্তুত থাকতে হবে : খন্দকার মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে সিলেট ল’ কলেজ ছাত্রদলের নব নির্বাচিত সভাপতি আব্দুল আহাদ শোয়েব ও সাধারণ সম্পাদক রাশিদ আহমদ মুন্না সহ অন্যান্য নেতৃবৃন্দ। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় তার বাসভবনে যান তারা।

এসময় খন্দকার মুক্তাদির বলেন, ছাত্রসমাজ একটি জাতির চালিকাশক্তি। তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়বিচারের চেতনায় বলীয়ান হতে হবে। বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে ছাত্রদল অতীতে যেমন ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তেমনি সাহসিকতা ও দক্ষতা নিয়ে ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, আইনের ছাত্র হিসেবে শুধু দলীয় রাজনীতি নয়, ন্যায়-নীতির পক্ষে ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে। জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে কাজ করলে ভবিষ্যৎ নেতৃত্ব তোমাদের হাতেই গড়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার প্রমুখ নেতৃবৃন্দ।