গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুরে গিয়াস-সুলতানা হাফিজিয়া ও তালিমুল কুরআন মাদ্রাসার হাফিজি সমাপনি ও পাগড়ি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসার কক্ষে এ অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা ক্বারী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফেজ ইয়াছিন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুস সালাম মাদানী, ইসলামী স্কলার ও গভেষক ড. এ এইচ এম সোলেমান।
মাদ্রাসার ছাত্র হাফিজ তায়েফ আহমদের পবিত্র কোরআন তেলাওয়াত ও মুজাহিদুল ইসলামের সংগীতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফতেহপুর পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি কামাল বিন মনির, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল আহাদ।
অনুষ্ঠানে মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করা প্রাক্তন ৪ ছাত্র সহ মোট ১০জন হাফেজকে পাগড়ী প্রদান করা হয়