১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

যুবদল যুক্তরাজ্য শাখার সহ সভাপতি রাকিব আলীকে সংবর্ধনা

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ণ
যুবদল যুক্তরাজ্য শাখার সহ সভাপতি রাকিব আলীকে সংবর্ধনা

সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন বলেছেন, প্রবাসে থেকেও যুবদলের নেতাকর্মীরা স্বৈরাচার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ ১৬টি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার জুলুম, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়ে যুবদলের নেতকর্মীরা দেশের বাহিরে যেতে বাধ্য হয়েছিলেন। দেশের বাহিরে গিয়ে যুবদলের নেতাকর্মীরা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম চালিয়েছেন। স্বৈরাচারী শেখ হাসিনা যুক্তরাজ্যে সফরে গেলে সেখানেও যুবদলের নেতাকর্মীরা তার বিরুদ্ধে আন্দোলন করেছেন।

তিনি বলেন, যুবদল যুক্তরাজ্য শাখার সহ সভাপতি রাকিব আলী দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। কিন্ত তাকেও স্বৈরাচারী শেখ হাসিনা জুলুম, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। তারপরও সে থেমে থাকে নি। প্রবাসে গিয়েও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে।

এসময় সংবর্ধিত অতিথির বক্তব্যে যুবদল যুক্তরাজ্য শাখার সহ সভাপতি রাকিব আলী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমি রাজনীতি করি। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি প্রোগ্রামে নেতাকর্মীদের নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়েছি। জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে আমাকে দল থেকে সড়ানো যাবে না। যতদিন বেঁচে থাকবো, দলের জন্য কাজ করে যাবো।

রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সহ সভাপতি রাকিব আলী দেশে ফিরলে সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে সংবর্ধনা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক এর সভাপতিত্বে ও সিলেট সরকারী কলেজ শাখার সাবেক সভাপতি ও মহানগর যুবদলের সহ সভাপতি মো. মঈনুল ইসলাম এর পরিচালনায় সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ফয়েজ আহমদ কয়েছ, মহানগর যুবদলের সহ সভাপতি মোমিনুর রহমান তানিম, সহ সভাপতি জুয়েল আহমদ জুবেদ, সহ সভাপতি আব্দুল মালেক, জেলা যুবদলের সহ সভাপতি ডি এইচ খান মিশু, যুবদল নেতা দিলোয়ার আহমেদ, ইসমাঈল আহমদ খোকন, জাহেদ আহমদ, বি পি দেব শুভ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেলু, এনামুল হক চৌধুরী শামীম, লুৎফুর রহমান, মতিউর রহমান আফজল, জামিল আহমদ, মোস্তফা আহমদ ইছহাক, বাবলু আহমদ হৃদয়, জাকির হোসেন পারভেজ, রুবেল আহমদ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক শিপন আহমদ, আফজল খান পাপলু, শিমুল আহমদ, সুমন আহমদ, বাদল, ফুরুক আহমদ, শামসুজ্জামান বাদল, আজমল হোসেন, মিনহাজ আহমদ মিনার, শিহাব আহমেদ, আমিন উদ্দিন প্রমুখ।