গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিহাবের বাড়ি ও ভাদেশ্বর মোকামবাজারে রিহাব এন্টারপ্রাইজ নামের তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
রিহাবের পরিবারের লোকজন জানান, রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপির কয়েকজন উশৃংখল ও সন্ত্রাসী নেতাকর্মী এই হামলা ও লুটপাট চালিয়েছে। তারা আমাদের বাড়িতে এসে মূল্যবান জিনিসপত্র ভাংচুর এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে থাকা টাকা পয়সা ও দামি মালপত্র লুট করে নিয়ে গেছে।
রিহাব আহমদ ভাদেশ্বর ইউনিয়নের ছিলিমপুর গ্রামের মো: রহমত আলীর ছেলে।
জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির কিছু উশৃংখল নেতাকর্মী দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ভাদেশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিহাবের বাড়িতে গিয়ে মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে। এসময় তারা রিহাবকে দেশে না আসার হুমকি ধামকি প্রদান করে।
এরপর তারা রিহাবের ব্যবসা প্রতিষ্ঠান “রিহাব এন্টারপ্রাইজ” এ গিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় তারা দোকানে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সন্ত্রাসীরা আরো হুমকি দিয়ে যায় যে, এ ঘটনায় কোন মামলা করলে রিহাবের পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলবে। এতে রিহাবের পরিবার চরম উৎকন্ঠা ও ভয়ের মধ্যে রয়েছেন।