আদর্শ সমাজ গঠনে ইমাম ও মউশিক শিক্ষকদের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও সিলেট জেলা কমিটির ত্রি-বার্ষিক কাউন্সিল শনিবার (১৬ আগস্ট) নগরীর চৌহাট্টায় জিবিসি আইটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটিরভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন। সহকারী নির্বাচন কমিশনার সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা কে. এম. নজমুল হক নছিব ও কোষাধ্যক্ষ মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া।
সিলেট জেলা সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবিদ হাসান আব্দুল্লাহর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট বিভাগীয় ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাওলানা নূর হোসেন আজিজ, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা শেখ ফয়জুল ইসলাম সিদ্দিকী, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা মমতাজ উদ্দিন ও মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকিত।
উপজেলা প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট সদর উপজেলা সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মীম হুসাইন, বিয়ানীবাজার উপজেলা সভাপতি মাওলানা আবু সাঈদ, জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল গণি, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর, কোম্পানীগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ ইয়াকুব, বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা গোলাম মোস্তফা, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক, ওসমানীনগর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা সৈয়দ মহসিন উদ্দিন, জৈন্তাপুর উপজেলা সহসভাপতি মাওলানা শামসুদ্দীন, কানাইঘাট উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশাহিদ আলী।
সম্মেলনে উপস্থিত ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে হাফিজ মাওলানা নওফল আহমদ-কে সভাপতি, হাফিজ মাওলানা আবিদ হাসান আব্দুল্লাহ-কে সাধারণ সম্পাদক ও মাওলানা এনামুল হক-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা কমিটি গঠন করা হয়।