ডেস্ক রিপোর্ট::
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক নায়েবে আমির, দুবাগ ইউনিয়নের বাসিন্দা ডা. রুহুল আমিন আর নেই।গতকাল রোববার ভোর ৪টা ৩০ মিনিটে সিলেটের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন । (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
ডা. রুহুল আমিনের ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি বলেন, ডা. রুহুল আমিন একজন নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে জামায়াতে ইসলামীর অপূরণীয় ক্ষতি হলো।তিনি তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
রোববার বাদ জোহর দুপুর ২টায় মেওয়া দক্ষিণ মহল্লা কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়।