১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জের ওয়ারেন্টভুক্ত আসামী ছাত্রলীগ নেতা সাইফুরকে খুঁজছে পুলিশ

admin
প্রকাশিত জুন ১০, ২০২৫, ০৪:২২ অপরাহ্ণ
গোলাপগঞ্জের ওয়ারেন্টভুক্ত আসামী ছাত্রলীগ নেতা সাইফুরকে খুঁজছে পুলিশ

সিলেট নাইন ডেস্ক:

গোলাপগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য সাইফুর রহমান মাহফুজ আহমদকে খুঁজছে পুলিশ। তার বিরুদ্ধে গত ২৮ মে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এ ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

জানা যায়, গত বছরের ২০২৪ সালের ৩০ আগস্ট ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহেদ আহমদের উপর জায়গা সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলার করে একই গ্রামের আব্দুল গফুর সোনাইয়ের ছেলে ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য সাইফুর রহমান মাহফুজ, তার পিতা আব্দুল গফুর সোনাই ও লকুছ আলীর ছেলে ইমন আলী সহ কয়েকজন সন্ত্রাসী। এ ঘটনায় ভুক্তভোগী জাহেদ আহমদ ৫ সেপ্টেম্বর একটি মামলা (মামলা নং-০৪/১৪৮) দায়ের করেন।

এ মামলায় সাইফুর রহমান মাহফুজ ও তার
ভাই মাসুদ আলী, তার পিতা আব্দুল গফুর সোনাই ও লকুছ আলীর ছেলে ইমন আলী সহ ৫জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪/৫জনকে আসামী করা হয়। বাকি আসামীরা আদালত থেকে জামিনে থাকলেও সে প্রায় ৮মাস ধরে পলাতক রয়েছে।

সাইফুর রহমান মাহফুজের বিরুদ্ধে সন্ত্রাসী ও চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে ৩টি মামলা ও তার পিতার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী জাহেদ আহমদ জানান, সাইফুর রহমান মাহফুজ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। ৩০ আগস্ট সে ও তার পিতা ভাই মিলে আমার উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। এই ঘটনার সে ৮মাস ধরে পলাতক রয়েছে। মহামান্য আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন। এই সন্ত্রাসীর খোঁজ পেলে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করার জন্য অনুরোধ জানাচ্ছি।