১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট নগরীর উপশহরে বাসায় চুরি, স্বর্ণালঙ্কার সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট

admin
প্রকাশিত জুন ১১, ২০২৫, ১২:০৮ অপরাহ্ণ
সিলেট নগরীর উপশহরে বাসায় চুরি, স্বর্ণালঙ্কার সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট

Manual8 Ad Code

নাইন নিউজ ডেস্ক

Manual4 Ad Code

সিলেট নগরীর উপশহরের একটি বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বিত্তরা বাসার জানালার গ্রীল কেটে রুমে প্রবেশ করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ল্যাপটপসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৫ জুন) দিন-দুপুরে।
এ ব্যাপারে শাহজালাল উপশহর সি ব্লকের বাসিন্দা ফয়েজ আহমদ চৌধুরীর ছেলে ওসমান গনী চৌধুরী এসএমপি শাহপরাণ (রহ:) থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানান যায়, ঈদ উদযাপনের জন্য ওসমান গনী চৌধুরীসহ পরিবারের লোকজন জকিগঞ্জের শাহগলি গ্রামের বাড়িতে যান। সেখান থেকে ফিরে উপশহর সি ব্লকের ৩৮ নং রোডের ৪৬ নং বাসায় প্রবেশ করে দেখতে পান বাসার সবকিছু এলোমেলো এবং পিছনের জানালার গ্রীল ভেঙ্গে চুরেরা ঘরের মালামাল লুট করে নিয়ে গেছে।
অভিযোগ সূত্রে আরোও জানা যায়, সোমবার (৫ জুন) আনুমানিক দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৪টার মধ্যবর্তী কোন এক সময়ে বাসায় প্রবেশ করে অজ্ঞাতনামা চুরেরা আলমিরা থেকে নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণের গলার হার, হাতের বালা, কানের দুল, ১ টি ল্যাপটপ, ১ টি স্মার্টফোন, ৪ টি ঘড়ি এবং বিভিন্ন ব্যাংকের কয়েকটি চেকের পাতা, ২৭ হাজার টাকা মূলের প্রাইজবন্ড ও জরুরী দলিল-কাগজপত্র নিয়েছে। চুরেরা ওসমান গনী চৌধুরীর বাসা থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ল্যাপটপসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে তিনি চুরিকৃত মালামাল উদ্ধারে সিলেটের প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। ঘটনার খবর পেয়ে শাহপরাণ (রহ:) থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code