চুনারুঘাট প্রতিনিধি::
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিব আহমেদের (২১) বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ ঘটনায় তার বাবা আকল মিয়া ও মা আমিনা খাতুন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ( ৬ ই আগস্ট) দুপুরে বড়ব্দা গ্রামে। এই হামলার পর আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর থেকেই সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে। সেই ধারাবাহিকতায় শাকিব আহমেদের বাড়িতেও এ হামলা হয়েছে বলে তারা মনে করছেন।
এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, হঠাৎ কয়েকজন ব্যক্তি হাসিনা ও আওয়ামী লীগবিরোধী স্লোগান দিতে দিতে শাকিব আহমেদের বাড়িতে প্রবেশ করে। তারা শাকিবকে খুঁজতে থাকে, কিন্তু তাকে না পেয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। বাধা দিতে গেলে তার বাবা-মাকে মারধর করা হয়।
পরিবারের দাবি, হামলাকারীরা সবাই বিএনপি-জামায়াতের সমর্থক। শাকিবের বাবা আকল মিয়া বলেন, “আমার ছেলেকে না পেয়ে আমাদের ওপর শারীরিকভাবে হামলা চালিয়েছে। শুধু বাড়িতেই নয়, তারা আমার মালিকানাধীন বাজারের দোকানেও ভাঙচুর ও লুটপাট করেছে।”
তিনি আরও জানান, বর্তমানে তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। দেশে প্রশাসন কার্যকর না থাকায় তারা কোনো আইনি সহায়তাও পাচ্ছেন না।