১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চুনারুঘাটে ছাত্রলীগ নেতা শাকিব আহমেদের বাড়িতে হামলা, আহত ২ জন

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ণ
চুনারুঘাটে ছাত্রলীগ নেতা শাকিব আহমেদের বাড়িতে হামলা, আহত ২ জন

Manual4 Ad Code

চুনারুঘাট প্রতিনিধি::

Manual4 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিব আহমেদের (২১) বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ ঘটনায় তার বাবা আকল মিয়া ও মা আমিনা খাতুন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ( ৬ ই আগস্ট) দুপুরে বড়ব্দা গ্রামে। এই হামলার পর আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর থেকেই সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে। সেই ধারাবাহিকতায় শাকিব আহমেদের বাড়িতেও এ হামলা হয়েছে বলে তারা মনে করছেন।

Manual7 Ad Code

এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, হঠাৎ কয়েকজন ব্যক্তি হাসিনা ও আওয়ামী লীগবিরোধী স্লোগান দিতে দিতে শাকিব আহমেদের বাড়িতে প্রবেশ করে। তারা শাকিবকে খুঁজতে থাকে, কিন্তু তাকে না পেয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। বাধা দিতে গেলে তার বাবা-মাকে মারধর করা হয়।

Manual2 Ad Code

পরিবারের দাবি, হামলাকারীরা সবাই বিএনপি-জামায়াতের সমর্থক। শাকিবের বাবা আকল মিয়া বলেন, “আমার ছেলেকে না পেয়ে আমাদের ওপর শারীরিকভাবে হামলা চালিয়েছে। শুধু বাড়িতেই নয়, তারা আমার মালিকানাধীন বাজারের দোকানেও ভাঙচুর ও লুটপাট করেছে।”

তিনি আরও জানান, বর্তমানে তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। দেশে প্রশাসন কার্যকর না থাকায় তারা কোনো আইনি সহায়তাও পাচ্ছেন না।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code