২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জের ভাদেশ্বর মহিলা ডিগ্রী কলেজে নতুন ভবন ও প্রধান ফটকের উদ্বোধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:০৭ অপরাহ্ণ
গোলাপগঞ্জের ভাদেশ্বর মহিলা ডিগ্রী কলেজে নতুন ভবন ও প্রধান ফটকের উদ্বোধন

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জের ভাদেশ্বর মহিলা ডিগ্রী কলেজে নতুন ভবন ও প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে। পূবালী ব্যাংক পিএলসির পরিচালক মোস্তফা আহমদ শাহরিয়ার এর ব্যক্তিগত ২৫ লক্ষ টাকা অর্থায়নে নির্মিত মনির আহমদ (শুক্কুর হাজী) ভবনের ২য় তলা ও পূবালী ব্যাংক পিএলসির
৬ লক্ষ টাকা অর্থায়নে পুনঃনির্মিত প্রধান ফটকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির পরিচালক মোস্তফা আহমদ শাহরিয়ার। গতকাল সোমবার কলেজ মিলনায়তনে উদ্বোধন উপলক্ষে ভাদেশ্বর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির পরিচালকের সহধর্মিনী রোমানা বেগম,
পূবালী ব্যাংক পিএলসি,সিলেট প্রিন্সিপাল অফিসের জেনারেল ম্যানেজার চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান,
সিলেট পূর্বের রিজিওনাল ম্যানেজার ফজলুল কবির চৌধুরী,
সিলেট পশ্চিমের রিজিওনাল ম্যানেজার মোঃ রুহুল আমিন, সিলেট পূর্বের
সহকারী জেনারেল ম্যানেজার উজ্জ্বল হালদার, সিলেট পশ্চিমের
সহকারী জেনারেল ম্যানেজার প্রদ্যুৎ কান্তি দাস, মোকাম বাজার শাখা,ম্যানেজার আরাফ মহসিন চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক তারেক জলিল,রাজনীতিবীদ ও শিক্ষানুরাগী নুরুজ্জামান চৌধুরী, আনিছুজ্জামান পাপলু,ব্যাংকার জয়নাল আবেদিন,নজরুল ইসলাম নজাই, হেলাল উদ্দিন, বাবুল আহমদ,আব্দুস সুবহান,সাদিকুল রহমান ছাদেক,আলি শামিম প্রমুখ।