১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে মানিককোনার মাহবুবুল নিহত

admin
প্রকাশিত জুন ১৪, ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ণ
পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে মানিককোনার মাহবুবুল নিহত

Manual8 Ad Code

সিলেট নাইন:

Manual6 Ad Code

ইউরোপের শান্তিপূর্ণ দেশ পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে একজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মাহবুবুল আলম সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের বাসিন্দা।

শুক্রবার (স্থানীয় সময়) রাত ৯টার দিকে পর্তুগালের আলমাদা শহরে তার নিজস্ব মিনিমার্কেটে একদল সশস্ত্র সন্ত্রাসী প্রবেশ করে হামলা চালায়। প্রাথমিকভাবে জানা গেছে, ডাকাতির উদ্দেশ্যে হামলাটি চালানো হয়। হামলায় মাহবুবুল আলম গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পর্তুগালে দীর্ঘদিন ধরে বসবাসরত মাহবুবুল আলম স্থানীয় বাংলাদেশি কমিউনিটির একজন পরিচিত মুখ ছিলেন। তার দোকানটি তিনি নিজেই পরিচালনা করতেন এবং তিনি ছিলেন অত্যন্ত শান্তিপ্রিয় ও বিনয়ী স্বভাবের মানুষ।

Manual6 Ad Code

খবর পেয়ে স্থানীয় পুলিশ ও জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে পর্তুগালের বিচার বিভাগীয় পুলিশ (Polícia Judiciária) তদন্তের দায়িত্ব নেয় এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে। তবে শনিবার পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক ও নিরাপত্তা-উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাংলাদেশিরা জানান, পর্তুগালের মতো একটি নিরাপদ দেশে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।

Manual8 Ad Code

বাংলাদেশি কমিউনিটির একাধিক ব্যক্তি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, পর্তুগাল সরকার যেন অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে। আমরা চাই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হোক। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

আন্তর্জাতিক সূচকে শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে পর্তুগালের অবস্থান ১২তম হলেও, সম্প্রতি নানা কারণে সহিংসতার ঘটনাগুলো বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে প্রবাসীদের মধ্যে।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code