গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে ঝাড়-ফুঁক দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক মসজিদের ইমামকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ইমামের নাম মো: লায়েছ আহমদ। তিনি লক্ষীপাশা ইউনিয়নের আজমল আলীর ছেলে ও সুনামপুর বাবরী জামে মসজিদের ইমাম।
জানা গেছে, পিতা সকত আলীর অসুস্থতার কথা বলে তাকে ঝাড়-ফুঁক দিতে গত (২৭ ডিসেম্বর) মধ্যরাতে আবু তাহের নামের এক যুবক নিজ বাড়িতে ডেকে নেন গ্রামের বাবরী জামে মসজিদের ইমাম মো: লায়েছ আহমদকে।
বাড়িতে ইমাম উপস্থিত হলে তার উপর চলে পাশবিক নির্যাতন। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়ে এলাকাজুড়ে কৌতুহলের ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে পুলিশ বলছে, এই ঘটনায় ইতিমধ্যে থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত চলাচল খুবই শীগ্রই মূল বিষয় বেরিয়ে আসবে। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ঘটনার সাথে সংশ্লিষ্ট এলাকার সকত আলীর ছেলে আবু তাহের (২০) কে প্রধান আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ভুক্তভোগী ইমাম মো: লায়েছ আহমদ।
মামলার বাকি আসামিরা হলেন ২। মো: আবু বক্কর সিদ্দিক (২০), পিতা-বাহা উদ্দিন, ৩। বাহ উদ্দিন (৫২), পিতা- মৃত কালাই মিয়া, উভয় সাং- পশ্চিম সুনামপুর, ৬নং ঢাকাদক্ষিন ইউপি, সর্বথানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।