১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেটে আদালতে হাজিরা দিতে গিয়ে কারাগারে আবু তাহের

প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৩, ০৫:৩৮ পূর্বাহ্ণ
সিলেটে আদালতে হাজিরা দিতে গিয়ে কারাগারে আবু তাহের

গোলাপগঞ্জ সংবাদদাতা::

সিলেটে উচ্চ আদালতের দেওয়া জামিন শেষ হওয়ায় আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে আবু তাহের নামের একজনকে কারাগারে পাঠিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। (২৫ এপ্রিল) বিকেলে উক্ত আদালতের বিচারক এই আদেশ দেন।

সে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ সুনামপুর গ্রামের সকত আলীর ছেলে। সিলেটের পুলিশ সুপার অশোক কুমার পাল বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আসামি আবু তাহের সিলেটের গোলাপগঞ্জ থানার একটি হত্যাচেষ্টা মামলার আসামি। তার উপর গোলাপগঞ্জ থানার ২০২২ সালের শেষের দিকে এই মামলা দায়ের হয়েছিল। আদালতের আদেশে তাকে ইতিমধ্যে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে ।

এই নিউজ ৩০৮ বার পড়া হয়েছে