১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে আওয়ামীলীগ নেতা এমাদুল হক লায়েকের মাইক্রোবাসে বিএনপি-জামায়াতের আগুন

প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ণ
গোলাপগঞ্জে আওয়ামীলীগ নেতা এমাদুল হক লায়েকের মাইক্রোবাসে বিএনপি-জামায়াতের আগুন

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে আওয়ামীলীগ নেতা এমাদুল হক লায়েকের (৩৯) ব্যক্তিগত মাইক্রোবাসে(ঢাকা মেট্রো চ ১৩ ০৮৮০) হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ-সুনামপুর বাইপাস সড়কের ডাউনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবারীবাজার ইউনিয়নের কালিডহর গ্রামের ফিরুজ আলীর ছেলে বিএনপি নেতা ফরম উদ্দিন আরোও কয়েকজন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে নিয়ে মোটরসাইকেল যোগে মাইক্রোবাসটির গতিরোধ করেন। এসময় তারা গাড়ির মালিকের খোঁজ শুরু করেন। কিন্তু গাড়ির মালিক এমাদুল হক লায়েক আগেই টের পেয়ে গাড়ি থেকে গোপনে সটকে পড়েন। গাড়িতে তাকে না পেয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে গাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই মাইক্রোবাসটি(ঢাকা মেট্রো চ ১৩ ০৮৮০) সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

রাজু নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “বিএনপি-জামায়াত নেতাকর্মীরা মাইক্রোবাসটির মালিককে খুঁজছিলেন। তবে তিনি আগেই টের পেয়ে সরে যান। তাকে না পেয়ে ক্ষুব্ধ হয়ে তারা গাড়ি ভাঙ্গচুর করে আগুন ধরিয়ে দেন।”

এমাদুল হক লায়েক বুধবারীবাজার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং কালিডহর গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে। দীর্ঘদিন ধরেই তিনি স্থানীয় বিএনপি-জামায়াতের টার্গেটে ছিলেন। রাজনৈতিক বিরোধের পাশাপাশি পারিবারিক কোন্দল থেকেও তার সঙ্গে শত্রুতার সূত্রপাত হয়।

স্থানীয় সূত্র জানায়, হামলাকারীদের নেতৃত্ব দেয়া ফরম উদ্দিন এমাদুল হক লায়েকের চাচাতো ভাই। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে সে তার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি ও চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। সম্পত্তি তার নামে লিখে না দিলে হত্যা ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ও দেখানো হয়। এ কারণে লায়েক আত্মগোপনেও চলে যান।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে।

এই নিউজ ৩০৫ বার পড়া হয়েছে