১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

দেশের মাটিতে খেলার জন্য ইংল্যান্ড থেকে দেশে আসলেন তানভীর

admin
প্রকাশিত জুন ১৬, ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ণ
দেশের মাটিতে খেলার জন্য ইংল্যান্ড থেকে দেশে আসলেন তানভীর

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার উদ্দেশ্যে ট্রায়ালে ডাক পেয়ে হামজা চৌধুরীর মতো এবার সিলেট এসে পৌঁছালেন ইংল্যান্ডের পিপি রেঞ্জার্স ক্লাবের ফুটবলার, বিয়ানীবাজারের কৃতিসন্তান তানভীর আহমেদ।

সোমবার (১৬ জুন) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান তিনি। এসময় তাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন মাওলানা শামীম আহমদ, জামিল আহমদ, কাজিন মো. ওলিদ আহমদ চৌধুরী, রুহুল আমীন প্রমুখ। এছাড়াও সংবর্ধনা প্রদানকালে গ্রামবাসী, আত্মীয়-স্বজন ও তার বক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

তরুণ এই ফুটবলার সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের দীঘল গ্রামের মো. সেলিম আহমদের ছেলে।

সংবর্ধনা প্রদানকালে বক্তারা বলেন, তানভীর আহমদকে পেয়ে অত্যন্ত আনন্দিত। তার আগমন উপলক্ষে পুরো এলাকা এখন উৎসবে মেতে উঠেছে। ছোটবেলা থেকেই তানভীর আহমদ বাংলাদেশে আসা-যাওয়া করছেন। তার আগমনে আমরা আনন্দিত ও গর্বিত।