১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে ছাত্রলীগ কর্মীর বাড়িতে একের পর এক হামলা, থানায় জিডি না নেয়ার অভিযোগ পরিবারের

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ণ
সিলেটে ছাত্রলীগ কর্মীর বাড়িতে একের পর এক হামলা, থানায় জিডি না নেয়ার অভিযোগ পরিবারের

Manual5 Ad Code

স্টাফ রিপোর্ট:

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় সিলেট মহানগরের সক্রিয় ছাত্রলীগ কর্মী খালিদ হোসেন মোহাম্মদের বাড়িতে একাধিকবার হামলা ও ভাংচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে।

খালিদ হোসেন মোহাম্মদ দীর্ঘদিন থেকে প্রবাসে অবস্থান করলেও দুর্বৃত্তরা তাকে না পেয়ে বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করছে।

Manual6 Ad Code

ভুক্তভোগী খালিদ হোসেন মোহাম্মদ দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়াল গাও গ্রামের হাজি লয়লু মিয়ার ছেলে।

Manual7 Ad Code

খালিদ হোসেনের পরিবারের সদস্যরা জানান, একাধিক বার সন্ত্রাসীরা আমাদের বাড়িতে হামলা ও ভাংচুর ঘটিয়েছে। সর্বশেষ ২৭ সেপ্টেম্বর হঠাৎ কিছু দুর্বৃত্তরা এসে বাড়িতে হামলা চালায়। এসময় তারা বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে এবং পরিবারের সদস্যদের খালিদকে দেশে আনতে বলে।

Manual1 Ad Code

এর আগেও ৭আগস্ট (২০২৪ সাল) আবারো সন্ত্রাসীরা তাদের বাড়িতে এসে হামলা ও ভাংচুর চালায় এবং খালিদের মা–বাবাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। হামলাকারীরা বারবার বলপূর্বক খালিদকে দেশে ফিরিয়ে আনতে পরিবারের সদস্যদের হুমকি ধামকি দেয়।

Manual5 Ad Code

এছাড়াও বিদেশে থেকেও গত ১০ অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতের মামলায় (মামলা নং-১৬, ১০-১০-২০২৪ইং) তাকে ৪০ নং আসামী করা হয়।

এদিকে এসব ঘটনায় খালিদের অসুস্থ পিতা খুবই শঙ্কিত রয়েছেন । প্রতিনিয়ত ভয়ভীতির কারণে তিনি মানুষিক চাপের মধ্যে পড়েছেন।

আরো জানা যায়, এসব ঘটনার পর ভুক্তভোগী পরিবার বার বার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে চাইলে পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তারা। এমনকি থানায় যাওয়ার পথে পরিবারকে রাস্তায় হেনস্তার শিকার হতে হয়। এতে পরিবারটি দীর্ঘদিন ধরে আতংকে বসবাস করছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার তীব্র উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

Manual1 Ad Code
Manual2 Ad Code