১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ড: মুহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের সাক্ষাৎ, প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া পেশ

admin
প্রকাশিত জুন ১৬, ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
ড: মুহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের সাক্ষাৎ, প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া পেশ

Manual8 Ad Code

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১২ জুন) বিকাল ৫টায় পশ্চিম লণ্ডনের দি ডরচেষ্টার হোটেলের পার্ক রুমে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ‘মিট এন্ড গ্রীট’ অনুষ্ঠানে বৃটিশ বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসের সাথে একান্তে কথা বলেন। এসময় বাংলাদেশী প্রবাসীদের বিভিন্ন সমস্যা সম্বলিত দাবি-দাওয়া পেশ করা হয়।

Manual1 Ad Code

লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের আমন্ত্রণে উপস্থিত নেতৃবৃন্দের স্বাগত জানান লন্ডনস্থ হাই কমিশনার আবিদা ইসলাম। এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, বাংলাদেশ সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডঃ খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রিন্সিপাল অফিসার লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। কমিউনিটি নেতৃবৃন্দ সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাকে কিং চার্লস হারমনি এ্যাওয়ার্ড পাওয়ায় অভিনন্দন জানান।

Manual2 Ad Code

কমিউনিটি নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে- ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরিত করা, ওসমানী বিমান বন্দর থেকে কাতার, আমিরাত সহ বিদেশী ফ্লাইট চালু, নো ভিসা ফি ৭০ পাউণ্ড থেকে কমানো বা বাতিল, প্রবাসী বাংলাদেশীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্তি, হাই কমিশনের মাধ্যমে এনআইডি কার্ড প্রদান, বাংলাদেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, প্রবাসীদের সহায় সম্পত্তি সন্ত্রাসীদের কাছ থেকে রক্ষা, বাংলাদেশ হাই কমিশনে কনস্যুলার সেবার মান বৃদ্ধি, প্রবাসীদের জন্য পেনশন স্কীম চালু, বাংলাদেশে সংস্কার, সুষ্ঠু নির্বাচন ও প্রবাসীদের আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা। প্রধান উপদেষ্টা অত্যন্ত ধৈর্যের সাথে সকলের কথা শুনেন এবং যথাসাধ্য বাস্তবায়নের আশ্বাস প্রদান দেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিবিসিইর সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক শাহগীর বখত ফারুক, চ্যানেল এস টিভির চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি, এসপায়ার পার্টির চেয়ারম্যান ও ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের মিডিয়া ডাইরেক্টর সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, বাংলাদেশ ক্যাটারারস এসোসিয়েশনের প্রেসিডেন্ট ওলি খান এমবিই, বিবিসিইর প্রেসিডেন্ট রফিক হায়দার, অল ইউরোপীয়ান বাংলাদেশী এসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহনূর খান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মুহাম্মদ জুবায়ের, আইওএন টিভির সিইও সাংবাদিক আতাউল্লাহ ফারুক, সিনিয়র রিপোর্টার মোশতাক বাবুল, বিবিসিইর ডাইরেক্টর জেনারেল একাউন্টেন্ট আবুল হায়াত নুরুজ্জামান, প্রবীন একাউন্টেন্ট নুরুল আলম, ব্যারিস্টার লুৎফুর রহমান, কমিউনিটি নেতা মীর্জা আসহাব বেগ, সাবেক সিভিক মেয়র শফিকুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম মিছবাহ, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, জিএমজি কার্গোর এমডি মনির উদ্দিন, সেলিব্রেটি শেফ টমি মিয়া এমবিই, বিশিষ্ট ব্যবসায়ী মুহিব উদ্দিন, প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল বারী, সাবেক এমপি পদপ্রার্থী ড. জাকির খান, ব্রিকলেন ফিউনারেলের ডাইরেক্টর পারভেজ কোরেশী, বিবিসিইর সাবেক প্রেসিডেন্ট বশির আহমদ, কমিউনিটি নেতা আশিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রিকেটার পাভেল চৌধুরী, ব্যবসায়ী মিছবাহ চৌধুরী প্রমুখ।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code