বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জুর সুস্থতা কামনা করে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিএমজেএ সিলেট কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিনিয়র সদস্য দৈনিক সিলেটের ডাকের সাবেক সহ-সম্পাদক মো. রাজু আহমেদ, এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহবায়ক এ এইচ আরিফ, ইত্তেফাকের নারী প্রতিবেদক অমিতা সিনহা, দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, মাইটিভির ক্যামেরাপার্সন শাহীন আহমদ, রূপালী বাংলাদেশের সিলেটের মাল্টিমিডিয়া রির্পোটার বাবর জোয়ারদার, রেজওয়ান আহমদ, আশিকুর রহমান রানা, মাছুম আহমদ চৌধুরী, সুলেমান সুহেল, জয় রায় হিমেল, সাইদুর রহমান, জাবেদ এমরান, কৃতিশ তালুকদার, রাধে মল্লিক তপন, মেহেদী হাসান রাহুল, জাহিদুল ইসলাম পিয়াস, বিএমজেএ ’র অফিস সহকারী রবিউল হাসান ফেরদৌস প্রমুখ। দোয়া পরিচালনা করেন এসোসিয়েশনের সদস্য আব্দুল মাজিদ চৌধুরী।
উল্লেখ: সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু ফিলিস্তিনের অসহায় নির্যাতিত নিপীড়িত মুসলমানদের ত্রাণ বিতরণের জন্য ঢাকা বিমানবন্দর থেকে রওনা হওয়ার পূর্বে অসুস্থ হলে সাথে সাথে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তাঁর শাররীক অবস্থা ভালো আছেন বলে তার স্বজনরা জানিয়েছেন।