প্রেস বিজ্ঞপ্তি
গত ২৭ ৯ ২০২৫ ইংরেজি তারিখে দৈনিক ইনকিলাব পত্রিকায় সুপ্রিম কোর্টের এডভোকেট শামীম আহমদের বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশিত করায় দৈনিক ইনকিলাব পত্রিকার ও উপজেলা প্রতিনিধির বিরুদ্ধে আদালতে মানহানি কর মামলা দায়ের করা হয়েছে।
সোমবার এডভোকেট শামীম আহমদ বাদী হয়ে মাননীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলা দায়ের করেন।
বিগত ২৭ /০৯/২০২৫ ইংরেজি তারিখে সন্ধ্যা ৬:৩০ ঘটিকার সময় জানিতে পারে যে দৈনিক ইনকিলাব পত্রিকায় ৯ নং পৃষ্ঠার ৫ কলামে কোটি টাকার খাস জমি আত্মচেষ্টায় বিশ্বনাথে উত্তেজনা শীর্ষক শিরোনামে সংবাদ প্রচারিত হয় যাহা ১ নং ও ২ নং আসামিগণ ৩ নং ও ৪নং আসামিদের পারস্পারিক সহযোগিতায় ও প্ররোচনায় নালিশকারীর মৌরসি সম্পত্তি সরকারের খাস সম্পত্তি ভূমি বলে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করেন। উক্ত সংবাদে নালিশকারী ও তাহার পরিবারের সদস্যদগনের মালিকানাধীন ভূমিক্র সরকারি খাস ভূমি বলিয়া উল্লেখ করেন এবং নালিশকারীর মানহানি করার উদ্দেশ্যে উক্ত সংবাদে আরো উল্লেখ করেন যে এডভোকেট শামীম গংরা বর্নিত ভূমি জোরপূর্বক দখলের চেষ্টা করিয়া আসছে। উক্ত প্রকাশিত সংবাদের তৃতীয় কলামে মিথ্যা ভাবে উল্লেখ করেন যে, সরেজমিনে জানাযায় যে ‘সরকারি এ ভূমিতে গ্রামবাসী গোচরন, ও খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছে। তুমি দখল করতে না পেরে চাঁন মিয়া ও ভাতিজা ৬/৭ টি ফৌজদারী মিথ্যা মামলা দায়ের করে গ্রামবাসীকে হয়রানি করে আসছে ‘যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে নালিশকারীর চাচা চাঁন মিয়া বিগত ১২/১০/২০২৪ ইং তারিখে মারা যান,। যাহা মৃত্যুর পূর্বে তিনি বাদী হয়ে কারো বিরুদ্ধে কোন ফৌজদারী মামলা দায়ের করেন নাই এবং নালিশকারী নিজেও গ্রামবাসীর বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা করেন নাই। সেটেলমেন্ট জরিপের সময় দুর্নীতিবাজ কর্মকর্তাদের ঘোষ দিয়ে বর্ণিত ভূমির মন্তব্য কলাম চাঁন মিয়া, পিতা আয়াত উল্লার নামে বিএস রেকর্ড ভুক্ত করে মিথ্যা সংবাদ প্রচার করা হয়।
প্রকৃতপক্ষে মানহানিকর উক্ত সংবাদ বর্ণিত ভূমি এস এ খাতিয়ান নং-৩ বিএস খাতিয়ান নং ২৯৪। উক্ত ২৯৪ নং বিএস খাতিয়ানের ভূমি মালিক হলেন মালিক হলেন নালিশকারীর পিতা আয়াত উল্লা। উক্ত আয়াত উল্লার এসএ রেকর্ডের পূর্ব হইতে নালিশা ভূমিতে ভোগ দখল করার থাকা অবস্থায় এসএ ডিপি ১/২ খতিয়ানে ৯ এবং ১১০ দাগের দখল কলামে আয়াত উল্লার নাম লিপিবদ্ধ হয়। কিন্তু এসএ জরিপ কর্মকর্তাগন এসএ জরিপে রেকর্ড চুড়ান্ত করার সময় আয়ার উল্লার স্বত্ব দখলীয় ভূমি আয়াত উল্লাহ নামে ভুলবশত: এস এ রেকর্ড ভুক্ত না হওয়ায় আয়াত উল্লা বাদী হয়ে স্বত্ব মোকাদ্দমা দায়ের করেন। উক্র রায় ডিক্রি মুলে নালিশকারীর পূর্ববর্তী আয়াত উল্লার নামে বিএস ২৯৪ খতিয়ান রেকর্ড প্রস্তুত হয়ে অদ্যাবধি স্থিরতর হয়েছে এবং দখলদার বিদ্যমান আছে ।