১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট জেলা আইনজীবী সমিতির শোক সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুন ১৬, ২০২৫, ০২:০০ অপরাহ্ণ
সিলেট জেলা আইনজীবী সমিতির শোক সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত

Manual3 Ad Code

সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের আইনজীবী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালিক (সিহান) এর স্মরণে এক শোক সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুন) বিকেলে বার হল নং-৩ এর ২য় তলায় সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ শোক সভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও এডভোকেট খালেদ জুবায়ের এবং এডভোকেট ইকবাল আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ব্যারিষ্টার এম এ সালাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী আবদাল, সাবেক সভাপতি এডভোকেট এ কে এম সমিউল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের বখত জুবের, সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল ওয়াদুদ, এডভোকেট মোসলেহ উদ্দীন, এডভোকেট আনোয়ার হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পি পি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এডভোকেট মখলিছুর রহমান, এডভোকেট সাইফুর রহমান, এডভোকেট সোয়েব আহমদ, এডভোকেট সালমান উদ্দিন, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট আব্দুল্লাহ হেলাল প্রমুখ।

Manual8 Ad Code

শোক সভায় বক্তারা এডভোকেট আব্দুল মালেক (শিহান) বর্ণাঢ্য জীবনী সম্পর্কে আলোচনা করেন এবং স্মৃতিচারণ করেন। পরবর্তীতে এডভোকেট আব্দুল মালেক শিহান এর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট মো. বদরুল আলম শিপন।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code