১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফেসবুকে অপপ্রচার ৪জনের বিরুদ্ধে মামলা করলেন সমন্বয়ক আমিনুল হক চৌধুরী

admin
প্রকাশিত জুলাই ৩, ২০২৫, ০৭:৫২ অপরাহ্ণ
ফেসবুকে অপপ্রচার ৪জনের বিরুদ্ধে মামলা করলেন সমন্বয়ক আমিনুল হক চৌধুরী

Manual3 Ad Code

নিউজ ডেস্ক::

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করায় ৪জনের নামে মামলা দায়ের করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেটের অন্যতম সমন্বয়ক আমিনুল হক চৌধুরী।

Manual7 Ad Code

তিনি জকিগঞ্জ উপজেলার ইছামতি এলাকার মোঃ সেলিম আহমদ চৌধুরীর ছেলে। গতকাল তিনি বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালত এই মামলা টি দায়ের করেন। মামলা নং- দক্ষিণ সুরমা সি.আর ২৩৭/২০২৫।

Manual6 Ad Code

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিবাদীগণ দীর্ঘদিন যাবৎ বাদীর বিরুদ্ধে নানান অপপ্রচার মানহানীকর মিথ্যা তথ্য প্রচার করিতেছে। বাদী বিগত ২৬/০৬/২০২৫ ইং তারিখে তাহার ফেইসবুক আইডি থেকে দেখতে পান যে, ১নং বিবাদী উজ্জল আলম চৌধুরী তাহার ফেইসবুক আইডি থেকে বাদীর ছবি সম্বলিত একটি পোস্ট প্রচার করেন।

Manual2 Ad Code

যাহার ক্যাপশন ছিলো-“আমিনুল হক চৌধুরী খলাদাপনিয়া এলাকার একজন কুখ্যাত চাঁদাবাজ। এ কি শুরু করেছে, এর বিরুদ্ধে এতো নিউজ হচ্ছে তবুও কেনো প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না, সে সমন্বয়কদের নাম ব্যবহার করে কোটি টাকার মালিক বনে গেছে। অপরদিকে তার পরিবারের সবাই একি ব্যবসায় জড়িত। ছি ছি ছি ছি। এলাকার প্রায় ৮০% এদের এখন ঘৃনা করছে। বাকী ২০% জনগন কিছু দিনের মধ্যে জানবে কারণ মানুষ এখন সচেতন। এদের বিচার চাই।” পরবর্তীতে বাদী বিগত ২৭/০৬/২০২৫ ইংরেজী তারিখে তাহার ফেইসবুক আইডি খুলিয়া দেখতে পান যে, ২নং বিবাদী আমাকে নিয়ে একটি মিথ্যা অপপ্রচার মূলক পোষ্ট করিয়াছে। যাহা ছিল সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। উক্ত পোষ্টে বাদীর ছবি সহ ক্যাপশনে লিখা ছিলো-“চিনে রাখুন ছবির লোক যাকে দেখছেন তার নাম আমিনুল ইসলাম রাব্বি। সে একজন সমন্বয়ক পল্টিবাজ ও ধান্দাবাজ। তার বাড়ি সিলেটের জকিগঞ্জ এলাকার। এছাড়াও এজহারে নানান অভিযোগ আনা হয় আসামিগণের বিরুদ্ধে।

তার করা এই মামলায় আসামিরা হলেন, ১) উজ্জল আলম চৌধুরী (৩৪), পিতা মোহিত উদ্দিন চৌধুরী, সাকিন-শমসেরনগর পশ্চিম, ভাদাইরদেউল, ডাকঘর-সমশেরনগর-৩২২৩, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার। ২) রুবেল আহমেদ (৩২), পিতা বাবুল হোসেন, সাকিন-টেংরা, পোঃ দরবস্ত বাজার, থানা-জৈন্তাপুর মডেল, জেলা-সিলেট। ৩) মোঃ আব্দুল গফফার শাহীন (৪৪), পিতা মৃত মোঃ আব্দুল মুছলিম, সাকিন-অনন্ত গোলাম আলীপুর, ডাকঘর-নারিকেলতলা, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ। ৪) আমিনা ইসলাম তানিয়া (২২), পিতা নুরুল ইসলাম, সাকিন-৭/১, রোড নং-১ডি, সবুজবাগ, শিবগঞ্জ, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট ।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code