১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কুলাউড়া উপজেলা কমিটি সম্পন্ন

admin
প্রকাশিত জুন ১৭, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ণ
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কুলাউড়া উপজেলা কমিটি সম্পন্ন

আদর্শ সমাজ বিনির্মাণে ধর্মীয় নেতা ও মউশিক শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও কুলাউড়া উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টায় কুলাউড়া উছলাপাড়াস্থ আলালপুর জামে মসজিদে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কুলাউড়া উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি হাফিজ শামছুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মো. জুনাব আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম সিদ্দিকী। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কমিটির সদস্য মাওলানা লোকমান খাঁন নবীন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবদুল আহাদ চৌধুরী হারুন, মাওলানা মশাহিদ আলী, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা কয়ছর আহমদ, মাওলানা ইমরান আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিক্রমে হাফিজ শামছুল ইসলাম-কে সভাপতি, হাফিজ মো. জুনাব আলী-কে সাধারণ সম্পাদক এবং মাওলানা মশাহিদ আলী-কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কুলাউড়া উপজেলা কমিটি গঠন করা হয়।