১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কেয়ামত পর্যন্ত সিলেটবাসী গ্যাস পাবে না মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা

admin
প্রকাশিত জুন ১৮, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
কেয়ামত পর্যন্ত সিলেটবাসী গ্যাস পাবে না মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা

Manual1 Ad Code

সিলেট বিভাগের ন্যায্য দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক সৈয়দ ফেরদৌস আহমদ এক যুক্ত বিবৃতিতে জ্বালানী উপদেষ্টা কর্তৃক কেয়ামত পর্যন্ত সিলেটবাসী গ্যাস পাবে না মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

Manual8 Ad Code

বুধবার (১৮ জুন) গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান সম্প্রতি সিলেট সফরকালে সাংবাদিকদের সাথে আলাপকালে সিলেটবাসীর প্রতি ভ্রুক্ষেপ করে বলেন, সিলেট বিভাগবাসী কেয়ামত পর্যন্ত অপেক্ষা করে গ্যাস সংযোগ পাবে না। এসময় বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান নদী থেকে পাথর ও বালি উত্তোলন বন্ধে কার্যকরি পদক্ষেপ নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরোও বলেন, সিলেট বিভাগের গ্যাস প্রথমে সিলেট বিভাগের বাসিন্দাদের ও সিলেট বিভাগের শিল্প অঞ্চলে সংযোগ দেওয়ার পর অতিরিক্ত গ্যাস অন্য জায়গায় বা জাতীয় গ্রীড লাইনে দিলে সিলেট বিভাগবাসীর আপত্তি নেই। কিন্তু সিলেটবাসীকে অবজ্ঞা করে এ ধরনের কথা কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না।

Manual6 Ad Code

বন ও পরিবেশ উপদেষ্টার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ আরোও বলেন, সিলেটের পাথর কোয়ারীর সাথে জড়িত রয়েছেন লক্ষ লক্ষ শ্রমিক। তাদের বিকল্প কর্মসংস্থান না করে এই সিদ্ধান্ত সিলেট বিভাগের দিনমজুর বারকি শ্রমিকদের পেটে লাথি মারার শামিল। নদী থেকে পাথর ও বালি উত্তোলন করলে নতুন পাথর ও বালি এসে পরিপূর্ণ হয়। এতে নদীর কোন ক্ষতি হয় না। বছর বছর ধরে সিলেট বিভাগের এই গরীব বারকি শ্রমিকেরা এই পেশার সাথে জড়িত। তাই উপদেষ্টার এ ধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আন্দোলনকারী বারকি শ্রমিক ও স্থানীয় জনতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code