১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ আমজনগণ পার্টি সিলেট জেলা কমিটির আহ্বায়ক মিছবাহ-সদস্য সচিব ইকবাল

admin
প্রকাশিত জুন ১৯, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ণ
বাংলাদেশ আমজনগণ পার্টি সিলেট জেলা কমিটির আহ্বায়ক মিছবাহ-সদস্য সচিব ইকবাল

বাংলাদেশ আমজনগণ পার্টি সিলেট জেলা শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে মো: মিছবাহ উদ্দিন আহ্বায়ক এবং মো: ইকবাল হোসেন-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

দলটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ডঃ মুহাম্মদ রফিকুল আমিন এবং সদস্য সচিব ফাতিমা তাসনিম গত ১৭ই জুন মঙ্গলবার বাংলাদেশ আমজনগণ পার্টি কেন্দ্রীয় কমিটির প্যাডে এক যৌথ স্বাক্ষরের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেন। সিলেট বিভাগীয় সংগঠক মো. আমিনুল ইসলাম সুপারিশের ভিত্তিতে সিলেট জেলা কমিটি অনুমোদন লাভ করেছে। উক্ত কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন লাভ করেছে।

উল্লেখ্য, গত ১৭ই এপ্রিল রাজধানী শেরাটন হোটেলে বাংলাদেশ আমজনগণ পার্টি নামে নতুন এই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করে।

প্রতিষ্ঠার পর থেকে দলটি সারাদেশে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসো একসাথে মোরা দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নবগঠিত সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনবে বলে আশা প্রকাশ করেন দলের কেন্দ্রীয় নেতারা।