ডেস্ক রিপোর্ট :: অসামাজিক কার্যকলাপের অভিযোগে সিলেট নগরীর তালতলার হোটেল বিলাস সিলগালা করা হয়েছে।এ সময় হোটেলটিতে অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ৫ জনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এসএমপির লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আলী খানের নেতৃত্বে এ অভিযান পরিচিত হয়।
অভিযানে আটককৃতরা হলো- রুকুব উদ্দিন (৩০), ইমরানা বেগম (২০), মোস্তফা আহমদ (৩৮), আবু হানিফ (২৮) ও সাইদুল ইসলাম (২৫)। তাদের এসএমপি এ্যাক্ট ৭৭ ও ৮৭ মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, সিনেমা হলের পাশে থাকা ওই হোটেলে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ চলতো। বিভিন্ন সময় পুলিশ অভিযান পরিচালনা করলেও হোটেল কর্তপক্ষ অনৈতিক কার্যকলাপ থেকে বিরত না থাকায় আজ হোটেলটি সিলগালা করে দেয় পুলিশ।