ডেস্ক রিপোর্ট :: সিলেট রেলস্টেশনে এলাকায় রেলে জমি দখল করে নির্মাণ করা মসজিদ অপসারণে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বুধবার মধ্যরাতে তিনি সিলেট রেল স্টেশন এলাকায় অভিযানে গিয়ে এ নির্দেশ দেন।
জানা যায়, সাম্প্রতিক সময়ে সিলেট রেল স্টেশনের সামনে রেলের জমিতে ‘৩৬০ আউলিয়া মসজিদ নামে’ একটি মসজিদ গড়ে ওঠে। টিন ও বাঁশের বেড়া দিয়ে এ মসজিদ নির্মাণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, রেলের জমি দখল জায়েজ করতেই এ মসজিদ নির্মাণ করা হয়েছে।
জেলা প্রশাসকের নির্দেশে গত ১৬ অক্টোবর রেল স্টেশন এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় রেলে জমি দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। তবে ওই মসজিদটি তখন উচ্ছেদ করা হয়নি।
জানা যায়, বুধবার রাতে সিটি করপোরেশনের কর্মীদের নিয়ে রেল স্টেশন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে যান জেলা প্রশাসক। এসময় তিনি রেলে জমিতে গড়ে তোলা মসিজদের সাইনবোর্ড সরানোর নির্দেশ দিলে আপত্তি জানান কয়েকজন। পরে সকাল ১১ টার মধ্যে মসজিদ সরানোর নির্দেশনা দিয়ে ওই এলাকা থেকে চলে আসেন।