ডেস্ক রিপোর্ট :: বিয়ানীবাজারে একটি পরিত্যক্ত অফিসে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত শর্টগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। রোববার বিকেলে র্যাব-৯ সদর দপ্তর, সিলেট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের একটি আভিযানিক দল শনিবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার বড়গ্রাম এলাকার জনৈক আলী হোসেনের পরিত্যক্ত পাথর ব্যবসার অফিসে অভিযান চালায়। সেখানে অফিস কক্ষের উত্তর-পূর্ব কোণে ছাপা কালো-খয়েরি কাপড়ে মোড়ানো অবস্থায় একটি পুরোনো মরিচাপড়া কাঠের বাটযুক্ত বিদেশি রূপান্তরিত শর্টগান উদ্ধার করা হয়।
প্রাথমিক পর্যালোচনায় জানা যায়, অস্ত্রটি মূলত একটি একনলা এয়ারগান ছিল। পরবর্তীতে বহন সহজ করা এবং নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে সেটি ১২ বোর শর্টগান কার্টিজ ব্যবহার উপযোগী করে রূপান্তর করা হয়েছিল। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় অস্ত্রটিতে মরিচা ধরে গেছে বলে জানায় র্যাব। উদ্ধারকৃত অস্ত্রটি জিডি মূলে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-৯।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সন্ত্রাস, মাদক, জঙ্গি, চাঁদাবাজি, হত্যা মামলা, অবৈধ অস্ত্র ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত র্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে মোট ২৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৯৩ রাউন্ড গুলি, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক এবং ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে।
র্যাবের দাবি, এসব অভিযানে সিলেট বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব হয়েছে।