১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের রজতজয়ন্তী উৎসব উদযাপন

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫, ০১:৫৩ অপরাহ্ণ
হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের রজতজয়ন্তী উৎসব উদযাপন

Manual8 Ad Code

২৫ বছর পূর্তি উপলক্ষ্যে হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের রজতজয়ন্তী উৎসব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিশিষ্ট শিক্ষাবিদ মো. দিলওয়ার হোসেন বাবর, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মোঃ জাফর। সুবিদ বাজার নূরানী দিঘীর পাড় সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ শাহ জামান, নকশী বাংলা ফাউন্ডেশনের প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো. হাবিবুর রহমান।

Manual7 Ad Code

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল মোঃ একরাম হোসেন, এলাকার বিশিষ্ট সমাজসেবক শাহ জামান আহমদ, অভিভাবক, বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।

অত্র বিদ্যালয়ের প্রিন্সিপাল শিলা দেবীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জেনিফা জেরিনের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল আইমান, পবিত্র গীতা থেকে পাঠ করে ৯ম শ্রেণির শিক্ষার্থী সূচনা দেবী। সবার সম্মিলিত কণ্ঠে শুরে শুরায়িত হয় জাতীয় সংগীত পরিবেশন এবং কেক কেটে অনুষ্ঠানের কার্যক্রম উদ্ভোদন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়রে সিনিয়র শিক্ষিকা পূরবী নাথ।

Manual5 Ad Code

অনুষ্ঠানের প্রধান অতিথি গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আপনার সন্তান হচ্ছে একটা বৃক্ষ। সুতরাং সেই বৃক্ষকে পরিচর্যা করতে হবে। বৃক্ষ পরিচর্যা করলে ফুল ও ফল দুটোই পাওয়া যায়। তাই বৃক্ষ থেকে ফুল ও ফল পেতে হলে বৃক্ষের যেমন যত্ন নেওয়া প্রয়োজন তেমনি সন্তানেরও যত্ন নেওয়া প্রয়োজন। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকতা হচ্ছে এক মহান পেশা। যদি নিজেকে মহৎ করে গড়ে তোলা যায়।

Manual1 Ad Code
Manual7 Ad Code