১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট চেম্বারের নির্বাচন নিয়ে দুইপক্ষের উত্তেজনা, ডিসি অফিসে হাতাহাতি

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ণ
সিলেট চেম্বারের নির্বাচন নিয়ে দুইপক্ষের উত্তেজনা, ডিসি অফিসে হাতাহাতি

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট :: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির নির্বাচন স্থগিত হওয়া নিয়ে প্রতিদ্বন্দ্বি দুই প্যানেলের প্রার্থী ও সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

Manual3 Ad Code

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক এর কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এবং সিলেট ব্যবসায়ী ফোরাম নেতৃবৃন্দের মধ্যে হাতাহাতি ও উত্তপ্ত বাক্যবিনিময় হক। এসময় একপক্ষের সদস্যদের অপর পক্ষের দিকে তেড়ে যেতেও দেখা যায়। পরে দুই পক্ষের সিনিয়র সদস্যদের উদ্যোগে পরিস্থিতি শান্ত হয়।

জানা যায়, সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচনে ব্যবসায়ীরা দুটি প্যানেলে বিভক্ত হয়ে অংশ নেন। প্যানেল দুটি হলো- সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এবং সিলেট ব্যবসায়ী ফোরাম।

১ নভেম্বর সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল— সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম— থেকে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

Manual1 Ad Code

তবে ভোটগ্রহণের ৫ দিন আগে রবিবার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিত কা হয়। এতে প্রার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। যার বহিঃপ্রকাশ ঘটে সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে।

Manual5 Ad Code

এদিকে বিকেলে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে- নিরঙ্কুশ বিজয়ের জোয়ার দেখে একটা পক্ষ নির্বাচন স্থগিত করিয়েছে।

Manual3 Ad Code

রোববার বিকেল চারটায় নগরীর হোটেল স্টার প্যাসিফিকে জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ।

Manual1 Ad Code
Manual4 Ad Code