বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারওয়ান আলম নামে বড়লেখার এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। রবিবার ২৬ অক্টোবর রাত ১১ থেকে ১২ টার দিকে কুলাউড়া-বড়লেখা সড়কের উত্তর কুলাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মারওয়ান আলম। তিনি বড়লেখা উপজেলার ৮নং দক্ষিনভাগ উত্তর ইউনিয়নের বাসিন্দা। আহতরা হলেন শ্রীমঙ্গলের আলম মুন্সি (পিকআপ ড্রাইভার) বীর শংকর গ্রামের তানজিম, ও ৮নং দক্ষিনভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলীর নুরুল আহমদ
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে ৩জন বড়লেখার দিকে যাচ্ছিলেন। পথে উত্তর কুলাউড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাসপাতালে নেওয়ার পথে মারওয়ান মারা যান এবং বাকি চারজন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।