১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটের ফায়ার সার্ভিসের ১০ সদস্য পেলেন পুরস্কার

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৫, ০৯:২০ অপরাহ্ণ
সিলেটের ফায়ার সার্ভিসের ১০ সদস্য পেলেন পুরস্কার

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট :: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশনাল কাজে দক্ষতা প্রদর্শনের জন্য পুরষ্কার পেলেন সিলেট বিভাগের ১০ জন কর্মকর্তা ও কর্মচারী। গত সোমবার (২৭ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে তাদের পুরষ্কার দেওয়া হয়।

Manual8 Ad Code

অপারেশনাল কাজে বিশেষ দক্ষতা প্রদর্শনে পুরষ্কার প্রাপ্তরা হলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিলেট বিভাগের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সিলেট-২ যীশু তালুকদার, ছাতক ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জালাল আহমেদ,সিলেট দক্ষিণ ফায়ার স্টেশনের সাব-অফিসার আব্দুল আহাদ, সিলেট ফায়ার স্টেশনের লিডার প্রীতিশ কুমার দাস,ফায়ারফাইটার মো: রমজান খান, মৌলভীবাজার ফায়ার স্টেশনের ফায়ারফাইটার মনিরুল ইসলাম, সিলেটের দক্ষিণ ফায়ার স্টেশনের ফায়ারফাইটার তুহিন আহমেদ, কুলাউড়া ফায়ার স্টেশনের গাড়ী চালক আব্দুল খালেক, সিলেট দক্ষিণ ফায়ার স্টেশনের গাড়ী চালক মো: ওসমান মিয়া, উপ-পরিচালকের দপ্তরের আবু সায়েম।

এর আগে, সোমবার (২৭ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে।

Manual2 Ad Code

অনুষ্ঠানে পরিচালকরাসহ ঢাকায় কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সব বিভাগের বিভাগীয় উপপরিচালক এবং জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত ছিলেন।

Manual3 Ad Code

ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে তার সময়কালীন গৃহীত পদক্ষেপ ও উন্নয়ন কাজের বিবরণ তুলে ধরেন। অপারেশন কাজের মাধ্যমে দেশের মানুষের প্রশংসা অর্জন করায় বাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

শুষ্ক মৌসুমে আগুনের সংখ্যা বৃদ্ধি যাতে হ্রাস করা যায় এজন্য সাধারণ জনগণকেও সচেতন থাকার আহ্বান জানান ফায়ার সার্ভিসের ডিজি। সব কর্মকর্তা-কর্মচারীদের ফায়ার সার্ভিসের চলমান সচেতনামূলক কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য নির্দেশ প্রদান করেন তিনি।

Manual6 Ad Code

মিয়ানমারে ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী ১০ সদস্যকে মিয়ানমার সরকারের দেওয়া স্মারক পদক হস্তান্তর করেন। এরপর বিভাগ ভিত্তিক ও কেন্দ্রীয়ভাবে ফায়ার সার্ভিসের বিভিন্ন পেশাগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছেন এবং প্রশাসনিক কাজে বিশেষ দক্ষতা প্রদর্শন করেছেন তাদেরকে মহাপরিচালকের পক্ষ থেকে প্রশংসাসূচক পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে ইনসিগনিয়া, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

বাহিনীর কর্মীদের পেশাগত কাজে আরও দক্ষ ও আন্তরিক হতে উৎসাহ প্রদানের জন্য এবারই প্রথম ‘মহাপরিচালকের প্রশংসা’ শিরোনামে পুরস্কারের আয়োজন করা হয়।

Manual1 Ad Code
Manual5 Ad Code