১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট সিপিবি সাধারণ সম্পাদক সুমন ‘আটক

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৫, ০৯:৪১ অপরাহ্ণ
সিলেট সিপিবি সাধারণ সম্পাদক সুমন ‘আটক

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট :: সিলেট সিপিবি সাধারণ সম্পাদক সুমনকে আটক করেছে পুলিশ।
ব্যাটারি রিকশা নিয়ে আন্দোলন
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে আটক করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে পুলিশ তাকে আটক করে বলে জানিয়েছেন সিপিবি সিলেটের সাবেক সভাপতি, প্রবীন বাম নেতা বেদানন্দ ভট্টাচার্য।তিনি জানান, শুক্রবার রাত ১২ টার দিরক নগরের আখালিয়া কালিবাড়ি এলাকার বাসা থেকে সুমনকে আটক করে নিয়ে যায় পুলিশ।এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মবশ্বির আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে গণমাধ্যমের দায়িত্বে থাকা অতিরিক্ত উপ পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করতে বলেন।তবে মধ্যরাতে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।আনোয়ার হোসেন সুমন ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন।ব্যাটারি রিকশার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে গত মঙ্গলবার নগরে ব্যাপক বিক্ষোভ করেন ব্যাটারি রিকশা শ্রমিকরা। এতে আনোয়ার হোসেন সুমনও সম্পৃক্ত ছিলেন। বিক্ষোভের এক পর্যায়ে সুমনসহ কয়েকজন মহানগর পুলিশ কমিশনারের সাথে সাক্ষাত করেন। এরপর দাবি আদায়ে রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা। এরমধ্যে দাবি পুরণ না হলে রোববার অনশন কর্মসূচীর ঘোষণা দেন শ্রমিকরা।তার আগের রাতেই সুমনকে আটক করা হলো।এদিকে, শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী অভিযোগ করেছেন, ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনে তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে।তিনি বলেন, পাল্টাপাল্টি কর্মসূচীতে সংঘাতের আশঙ্কায় ব্যাটারি রিকশা শ্রমিকদের রোববারের কর্মসূচী পালনের অনুমতি দেয়া হয়নি।উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে বহু রিকশা জব্দ ও একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর থেকে নগরে ব্যাটারি রিকশা চলতে দেওয়া হচ্ছে না।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code