১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাদাপাথর ও ধলাই ব্রিজ থেকে বালু-পাথর উত্তোলন: ১২ নৌকা জব্দ, আটক ১২

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ণ
সাদাপাথর ও ধলাই ব্রিজ থেকে বালু-পাথর উত্তোলন: ১২ নৌকা জব্দ, আটক ১২

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে রাতভর অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট।

Manual5 Ad Code

ধলাই ব্রিজ ও সাদা পাথর এলাকা রক্ষায় পরিচালিত এই বিশেষ অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগে ১২টি নৌকা জব্দ করা হয়েছে এবং ১২ জনকে আটক করা হয়েছে।

শনিবার রাত থেকে রবিবার (২ নভেম্বর) ভোর পর্যন্ত টানা এই অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসনের এ অভিযানকে সহযোগিতা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় আনসার বাহিনী।

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, মোবাইল কোর্টের মাধ্যমে আটকদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্থর করা হয়েছে।

এসিল্যান্ড পলাশ তালুকদার জানান, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ধলাই নদী ও সাদা পাথর এলাকার প্রাকৃতিক সম্পদ রক্ষার স্বার্থে অবৈধ উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

তিনি বলেন, ‘আইনের বাইরে কেউ নয়- যে-ই অবৈধভাবে নদী থেকে বালু-পাথর তুলবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

Manual8 Ad Code

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ধলাই নদীর পাড়ে দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করে আসছিলেন। এতে নদীর তীর ভাঙন ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

Manual5 Ad Code

অভিযানে জব্দকৃত নৌকাগুলো উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে এবং আটক ১২ জনের বিরুদ্ধে বালুমহাল ও পাথরমহাল ব্যবস্থাপনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Manual1 Ad Code
Manual7 Ad Code