
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":2,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
জকিগঞ্জ সিলেট প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় স্থানীয় যুবদল নেতা খাজা এনামুল হাসান চিশতী (৪৩)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বারঠাকুরী ইউনিয়নের সোনাসার গ্রামের মৃত নূর আহমদ চিশতীর পুত্র এবং এলাকায় যুবদল নেতা হিসেবে পরিচিত।
তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি মাদক মামলা রয়েছে—জকিগঞ্জ থানার মামলা নং ০৪, তারিখ ০৭/০৯/২০২৫, ধারা ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিল ১০(ক)/৪১। রবিবার রাত অনুমান ১১টার দিকে সোনাসার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় এবং পরদিন সোমবার সকালে গ্রেফতারকৃত চিশতীকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, “সার্কেল মহোদয়ের নেতৃত্বে জকিগঞ্জ থানা পুলিশ তাকে আটক করেছে। মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলছে। পূর্বের মামলার ভিত্তিতেই খাজা এনামুল হাসান চিশতীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল হাসান চিশতী দীর্ঘদিন ধরে এলাকায় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিতেন।
জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম বলেন, “খাজা এনামুল হাসান চিশতী বিএনপির কোনো অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত নয়। ৫ আগস্টের আগে তিনি আওয়ামী লীগের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতেন, এরপর বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া ও ছবি তোলা তার একমাত্র রাজনৈতিক কর্মকাণ্ড। বিএনপিতে কোনো অপরাধীর আশ্রয় নেই। বিশেষ করে মাদকের সঙ্গে কারো সম্পৃক্ততা ধরা পড়লে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বদ্ধপরিকর।”
তথ্যসূত্রে জানা গেছে, খাজা এনামুল হাসান চিশতীর ফেসবুক আইডিতে বিএনপির উচ্চ পদস্থ নেতাসহ একাধিক নেতাকর্মীর ছবি রয়েছে।