১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিকতা পেশা নয়, একটি চ্যালেঞ্জ : মাল্টিমিডিয়া কর্মশালায় বক্তারা

admin
প্রকাশিত জুন ২১, ২০২৫, ০৩:১১ অপরাহ্ণ
সাংবাদিকতা পেশা নয়, একটি চ্যালেঞ্জ : মাল্টিমিডিয়া কর্মশালায় বক্তারা

Manual1 Ad Code

সিলেটে অনুষ্ঠিত দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেছেন, গণমাধ্যম কখনোই সংবিধানের বাইরে নয়; বরং এটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, আইন, বিচার ও নির্বাহী বিভাগের পাশাপাশি গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে। বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে মাল্টিমিডিয়া সাংবাদিকতার গুরুত্ব দিন দিন বাড়ছে। তাই সাংবাদিকদের শুধু কলম নয়, এখন ক্যামেরা ও কণ্ঠেও দক্ষতা থাকতে হবে।

Manual6 Ad Code

বক্তারা বলেন, সাংবাদিকতা কোনো লাভজনক পেশা নয়, এটি একটি দায়িত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশা। এই পেশা থেকে কেউ বিশাল অর্থ বিত্তের মালিক হয়ে যাবেন, এই ধারণা ভুল। সাংবাদিকদের উচিত হবে আত্মবিশ্বাস, সততা ও নৈতিকতার ভিত্তিতে নিজেকে গড়ে তোলা। সমাজের নানা অসঙ্গতি, দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণ, অবিচার ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়াই একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব। আপনারা যারা এই পেশাকে বেছে নিয়েছেন, আপনাদের উচিত তা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা এবং সত্য তুলে ধরার সাহস রাখার চেষ্টা করা।

বক্তারা বলেন, গত জুলাই-আগস্টের আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিলেটের সাংবাদিক তুরাব নির্মমভাবে নিহত হন, যা পুরো সাংবাদিক সমাজকে নাড়িয়ে দেয়। এই হত্যাকাণ্ড প্রমাণ করে, এখনো সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ ও সাহসিকতার পেশা। কর্মশালা থেকে তাঁরা এই হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করেন।

Manual5 Ad Code

বক্তারা আরও বলেন, গত দেড় দশক ধরে দেশে স্বৈরাচারী শাসন চলেছে, যার ফলে মতপ্রকাশের স্বাধীনতা চরমভাবে সংকুচিত হয়েছে। সাংবাদিকরা ভয়, হুমকি ও চাপের মধ্যে কাজ করতে বাধ্য হয়েছেন। সত্য প্রকাশ করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি আমরা দেখেছি কিছু গণমাধ্যম কীভাবে হলুদ সাংবাদিকতার মাধ্যমে শাসকদের সুবিধা করে দিয়েছে, যা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার এখনই সময়।

শনিবার (২১ জুন) নগরীর মিজাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির দিনব্যাপী “মাল্টিমিডিয়া জার্নালিজম” বিষয়ক কর্মশালায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেছেন।

শুরুতেই সকালে মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। প্রথমার্ধে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এইচ আরিফ। প্রশিক্ষণ প্রদান করেন চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার আকতার হাবিব ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রভাষক ব্যারিস্টার রিয়াসাদ আজিম।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠান বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক মোহিদ হোসেনের সভাপতিত্বে ও মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার কো-অর্ডিনেটর মো. নুরুল ইসলামের পরিচাালনায় সমাপনী অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মো. আশিক উদ্দিন (আশুক), সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট জেলার আহ্বায়ক ডা. শামীমুর রহমান, সিলেট জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মেজর (অব.) মোস্তফা আনওয়ারুল আজিজ ও জেলা বারের এডিশনাল পিপি আব্দুল মুকিত অপি। দ্বিতীয়ার্ধে প্রশিক্ষণ প্রদান করেন নিউজ ২৪ এর রিপোর্টার এইচ এম ইমরান হোসাইন ও শাবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. ফখর উদ্দিন।

Manual1 Ad Code

অন্যান্য ও প্রশিক্ষণার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ মোঃ কয়েস আহমেদ, ফয়সাল আমিন, এম. আর. টুনু তালুকদার, রত্না আহমেদ তামান্না, এস আলম আলমগীর, মোঃ শাহিন আহমেদ, অমিতা সিংহা, মোঃ হাসান সিকদার সেলিম, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মাসুম আহমেদ চৌধুরী, বাবর জোয়ারদার, রুবেল আহমেদ, আব্দুল কাহার, তৌফিকুর রহমান হাবিব, মোঃ ফুল মিয়া, রেজওয়ান আহমেদ, সুলাইমান আহমদ, শেখ জাবেদ আহমেদ ইমরান, মোঃ আশিকুর রহমান রানা, মোহাম্মদ মাকসুদ আলম, আহমেদ সবুজ, জাহিদুর রহমান রিপন, মুজিবুর রহমান চৌধুরী, মুহাম্মদ ঈসা, মোঃ আব্দুল মাজিদ চৌধুরী, সৈয়দ এমরান উদ্দিন ফয়সল, তাহসিন আহমেদ চৌধুরী, মাহবুব আলম, শেফালী রানী চন্দ, মাইশা আক্তার জ্যোতি, মোঃ ফারুক মিয়া, মাসুম আহমেদ, শহিদুল ইসলাম সোহেল, শিহাব সারোয়ার শিপু, এস. এম. আলী আহমেদ, মোঃ আমির হোসেন সোহাগ, আশরাফুল ইসলাম, কামরুল হাসান চৌধুরী, মোঃ আব্দুল্লাহ, আহসান উদ্দিন, সোহেল আহমেদ, মাওলানা শিব্বির আহমেদ, আহমদ আলী হিরণ, মোঃ রাজন মিয়া, রেজাউল করিম (আদনান) প্রমুখ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ভিডিও রিপোর্টিং, ক্যামেরা পরিচালনা, ভয়েস ওভার, মোবাইল সাংবাদিকতা, স্ক্রিপ্ট রাইটিংসহ মাল্টিমিডিয়া সাংবাদিকতার নানা দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code