১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জনগণের সেবক জনতাই বেছে নেবে,শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে আছি — হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৫, ০৪:২৬ অপরাহ্ণ
জনগণের সেবক জনতাই বেছে নেবে,শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে আছি — হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম

Manual6 Ad Code

 

বিয়ানীবাজার প্রতিনিধি::
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধি ভেবে-চিন্তে বেছে নেবে বলে মন্তব্য করেছেন সিলেট -৬(গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

Manual6 Ad Code

তিনি বলেন,বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর ভাগ্যোন্নয়নে আমি অতীতেও কাজ করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করে যাব। করোনাকালীন সময়, ২০২২ সালের ভয়াবহ বন্যাসহ প্রতিটি দুর্যোগে আমি মানুষের পাশে ছিলাম। জনগণ যদি আমাকে নির্বাচিত করে,তবে আমি তাদের খাদিম হয়ে যাবো — দায়িত্ব ও জবাবদিহিতা আরও বেড়ে যাবে।

আজ মঙ্গলবার (০৪ নভেম্বর) বাদ মাগরিব বৈরাগী বাজারে খেজুরগাছ প্রতীকের সমর্থনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য,ক্ষমতা ভোগের জন্য নয়। আপনারা যদি দোয়া ও সহযোগিতা দেন,তবে আমি এলাকার প্রতিটি মানুষকে নিয়ে একটি উন্নত,শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমার হাতে উন্নয়নের ১০ দফা বাস্তবসম্মত পরিকল্পনা রয়েছে, যা কথার নয় — কাজের প্রতিশ্রুতি।

Manual3 Ad Code

হাফিজ ফখরুল ইসলাম বলেন,আমি উন্নয়নের ১০ দফা নিয়ে কাজ করছি। প্রতিশ্রুতি নয়,বাস্তবায়নে বিশ্বাসী। মিথ্যা প্রতিশ্রুতি বা প্রতিহিংসার রাজনীতি আমি করতে চাই না। জনগণের ভালোবাসাই একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় শক্তি। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা সফল হব ইনশাআল্লাহ।

জমিয়তনেতা মাওলানা মাসরুর আহমদের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা তোফায়েল আহমদ। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হামিদ খান, হাফিজ মাওলানা ফরহাদ আহমদ।

Manual2 Ad Code

সমাবেশে অন্যান্যদের উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান, মাওলানা জফির উদ্দিন,মাওলানা নেযাম উদ্দিন,জাকারিয়া আহমদ, জুনেদ আহমদ,কাউসার উদ্দিন, হেলাল আহমদ, মাওলানা আবু তাইয়িব, হাফিজ মনসুর আহমদ সহ স্থানীয় এলাকার বিশিষ্ট মুরব্বি,যুবক ও সর্বস্তরের জনতা।

 

Manual2 Ad Code

 

Manual1 Ad Code
Manual8 Ad Code