১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ১২:০৯ অপরাহ্ণ
স্কলার্সহোম মেজরটিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

Manual5 Ad Code

উৎসবমুখর পরিবেশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হলো নবীন বরণ অনুষ্ঠান ২০২৫। বৃহস্পতিবার (৬ নভেম্বর) আলোচনা পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান- এই দুই পর্বে সাজানো হয় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন।

Manual7 Ad Code

অনুষ্ঠানের প্রথম পর্ব পরিচালনা করেন প্রভাষক মুহিয়ারা বেগম ও প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব। শুরুতে কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।

আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ মো. ফয়জুল হক।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর ও বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী। তিনি বলেন, “নিজেকে জানো, নিজের সম্ভাবনাকে জাগ্রত করো- তরুণদের এগিয়ে যাওয়ার এটাই প্রধান পথ। বিশ্বায়নের পৃথিবীতে তোমরাই হবে আগামী বিশ্বের যথোপযুক্ত নাগরিক।”

Manual7 Ad Code

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মুনীর আহমেদ কাদরি, সুরমা ক্যাম্পাসের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল বারী জামালী, টিলাগড় ক্যাম্পাসের অধ্যক্ষ আক্তারী বেগম, স্কলার্সহোম প্রিপারেটরি স্কুল শিবগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন, স্কলার্সহোম মেজরটিলা কলেজের প্রাইমারি সেকশনের উপাধ্যক্ষ নাহিদা খান, স্কলার্সহোম প্রিপারেটরি স্কুল পাঠানটুলার উপাধ্যক্ষ জেবুন নেছা জীবন।

অতিথিদের উত্তরীয় পরিয়ে ও শুভেচ্ছা স্মারক প্রদান করে বরণ করে নেন অত্র কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শৃঙ্খলা, সততা ও অধ্যবসায়ই একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয়। সেভাবেই যেন স্কলার্সহোমিয়ানরা যাতে এগিয়ে যায়। এই যাত্রায় স্কলার্সহোম পরিবার সর্বদা তাদের পাশে থাকবে।”

Manual6 Ad Code

স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজ শাখার একাডেমিক ইন-চার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হুসাইন। এসময় একাদশ ও দ্বাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী তাদের অনুভূতি তুলে ধরেন। বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা দেন।

দ্বিতীয় পর্বে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের একক ও দলীয় নৃত্য, গান, নাটিকা পরিবেশনায় পুরো মিলনায়তন হয়ে ওঠে প্রাণচঞ্চল ও উৎসবমুখর। দ্বিতীয় পর্ব পরিচালনা করেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব ও প্রভাষক পিয়াব্রত কৈরী। সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন প্রভাষক রণজিৎ পুরকায়স্থ ও প্রভাষক জুই রাণী তালুকদার। সার্বিক শৃঙ্খলার দায়িত্বে ছিল বিএনসিসি প্লাটুন ও স্কাউটস সদস্যবৃন্দ।

সুপরিকল্পিত আয়োজন, নিষ্ঠাবান সমন্বয়, সুশৃঙ্খল উপস্থাপনা এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে স্কলার্সহোম মেজরটিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ হয়ে ওঠে স্মরণীয় ও সফল। পরে অধ্যক্ষ হক সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code