বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দেশের সকল মানুষের হাতে পৌছে দিতে সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় মুন্সিপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মিঠু, জেলা ছাত্রদলের দফতর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হাবীবুর রহমান, ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মো. হাবিব, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, প্রচার সম্পাদক মো. শামছু মিয়া, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মো. নান্নু মিয়া, নির্বাহী সদস্য মো. আনোয়ার হোসেন, সিলেট মহানগর কৃষি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান মিলন, ওয়ার্ড বিএনপি নেতা আকবর আলী, যুবদল নেতা মো. আব্দুল হাকিম সুমন।
মহিলা দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সুমি বেগম, সারমিন আক্তার, ডলি বেগম, সুরমা বেগম, মিনারা বেগম, সপ্না বেগম, সরমা বেগম, নাজমা বেগম, সাবিয়া বেগম প্রমুখ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ।
লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। শহর থেকে গ্রাম, তরুণ থেকে বৃদ্ধ, সবাইকে এগিয়ে আসতে হবে, এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। কারণ, এই ৩১ দফা শুধু একটি দলের কর্মসূচি নয়; এটি হলো জনগণের মুক্তির ঘোষণাপত্র। আমরা বিশ্বাস করি, গণতন্ত্র ও ন্যায়বিচারের এই আন্দোলন সফল হবে, এবং শিগগিরই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
বক্তারা আহ্বান জানিয়ে বলেন, এসো, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াই। তারেক রহমানের ৩১ দফাকে বাস্তবায়নের মাধ্যমে আমরা গড়ব একটি নতুন বাংলাদেশ, যেখানে থাকবে স্বাধীনতা, ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার।