১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফের ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০১:০৯ অপরাহ্ণ
ফের ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি ::
ছাত্রলীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নং বানীগ্রাম ইউনিয়নের দক্ষিণ বড়দেশ গ্রামের ছাত্রলীগ নেতা আহমেদ মোস্তফা অভির বাড়িতে ফের হামলা করে ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Manual6 Ad Code

শনিবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টায় ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ বড়দেশ গ্রামের ছাত্রলীগ নেতা  আহমেদ মোস্তফা অভি (২৩) এর বাড়িতে। তিনি ওই গ্রামের আব্দুল হান্নানের ছেলে, বানীগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদকের দ্বায়িত্বে ছিলেন। আহমেদ মোস্তফা অভির বাবা আব্দুল হান্নান জানান, শনিবার  সন্ধ্যায় ৫ থেকে ৬ টি মোটরসাইকেল আমাদের বাড়িতে ঢুকে। প্রতিটি মোটরসাইকেলে দুই/তিনজন করে ছিল। কিছু বুঝে উঠার আগেই বাড়িতে হামলা-ভাঙচুর শুরু করে। এ সময় বাড়ির সদস্যরা ভয়ে একটি কক্ষে ঢুকে আশ্রয় নেন। এ সময় হামলা, ভাঙচুর ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। তারা প্রায় ১০ মিনিট ধরে এই তাণ্ডব চালায়। হামলাকারীরা চলে গেলে শিশুদের কান্না ও চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। দ্বিতীয় দফার হামলায় আমার পরিবার আতংকিত এবং নিরাপত্তাহীনতায় আছি।

Manual6 Ad Code

স্থানীয় বাসিন্দা শফিক আল মামুন বলেন, এর আগেও ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক আহমেদ মোস্তফা অভির বাড়িতে হামলা করেছে দুবৃর্ত্তরা। ছাত্রলীগ করাটা তার জন্য  আজ অভিশাপ হয়ে দাড়িয়েছে।

Manual5 Ad Code

কানাইঘাট থানার অফিসার ইনচার্জের সাথে মুঠোফোনে হামলার বিষয় জানতে চাইলে তিনি বলেন লোক মুখে শুনেছি, তবে কেউ অভিযোগ করেনি, অভিযোগ দাখিল যথাযথ ব্যবস্থা নেব।

Manual1 Ad Code

উল্লেখ্য ছাত্রলীগ আহমেদ মোস্তফা অভির  বাড়িতে  বিগত বছরের ২৫ অক্টোবর প্রথমদফায় দুর্বৃত্তরা হামলা ও ভাংচুর করে।

এদিকে যুক্তরাজ্যে অবস্থানকরা আহমেদ মোস্তফা অভি মুঠোফোনে প্রতিবেদক বলেন রাজনীতি করা অপরাধ নয়, শুধু রাজনীতি করার কারনে আমার গ্রামের বাড়িতে দ্বিতীয় দফায় হামলা করা হয়েছে। এমন কি আমি দেশে আসলে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে,এই ঘটনায় আমি ও আমার পরিবার আতংকিত পরিবারটি রয়েছে চরম নিরাপত্তাহীনতায়।

Manual1 Ad Code
Manual6 Ad Code