১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জে চাচাতো ভাইদের বিরুদ্ধে এক যুক্তরাজ্য প্রবাসীর জায়গা দখল ও হয়রানির অভিযোগ

প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ণ
জকিগঞ্জে চাচাতো ভাইদের বিরুদ্ধে এক যুক্তরাজ্য প্রবাসীর জায়গা দখল ও হয়রানির অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি::

সিলেটের জকিগঞ্জে আপন চাচাতো ভাইদের বিরুদ্ধে এক যুক্তরাজ্য প্রবাসীর জায়গা দখল ও রাজনৈতিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী রাশেদুল হাসান জকিগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত ৪নং ওয়ার্ডের গন্ধদত্ত গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ মঈন উদ্দিন ও শেফা বেগম দম্পতির সন্তান।

জানা যায়, ২০২১ সালে রাশেদুল হাসান যুক্তরাজ্যে পাড়ি জমান। এরপর থেকে তার পরিবার গ্রাম থেকে সিলেট শহরে গিয়ে বসবাস শুরু করে। তারপর, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে শুরু হয় লুটপাট ও ভাংচুর। রাশেদ জকিগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হওয়ার কারণে সে’সময় তার বাড়িতেও হামলা করে দুর্বৃত্তরা।

এদিকে, রাশেদুল হাসান ছাত্রলীগের রাজনীতি করে ও তার পরিবার গ্রামের বাড়িতে না থাকার সুযোগে ও স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে তারই আপন চাচাতো ভাই রাসেল আহমদ তাদের কিছু জমি জোরপূর্বক দখল করে নেয়। তার বাবা যখন গত ৫ সেপ্টেম্বর তাদের জায়গা দখলের বিষয়টি জানতে পারেন তখন তিনি থানায় যান সাধারণ ডায়েরি করতে কিন্তু পুলিশ তার এই অভিযোগ আমলে নেয়নি।

এবিষয়ে, পুলিশের বক্তব্য জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তখন তিনি দায়িত্বে ছিলেন না। তিনি জকিগঞ্জ থানায় সদ্য যোগদান করেছেন।

এদিকে, ভুক্তভোগী রাশেদুল হাসান প্রতিবেদক’কে অভিযোগ করে বলেন, তিনি গত ২০২১ সালে থেকে যুক্তরাজ্যে আছেন, অথচ তারই চাচতো ভাই রাসেল আহমদ আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন রাজনৈতিক মামলায় তার নাম ঢুকিয়ে দিচ্ছেন। এমনকি তার স্ত্রীর নামে মামলা দেওয়ার অভিযোগ করছেন তিনি। তিনি আরও বলেন, তাদের মূললক্ষ্য আমাদের পারিবারিক জমি-জায়গা। তারা ভয়ভীতি প্রদর্শন করে মামলা দিয়ে আমাদের সব জায়গা-জমি ভোগ করতে চায়। তিনি আরও বলেন, দেশে অবস্থানরত তার পরিবারের জন্য তিনি খুবই চিন্তিত ও তাদের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত রয়েছেন।

গন্ধদত্ত গ্রামের মানুষের সাথে কথা বলে জানা যায়, রাসেল আহমদ বিএনপি নেতা হিসাবে এলাকায় পরিচিত এবং তিনি পুলিশে কর্মরত আছেন।

এদিকে, অভিযোগ ওঠা রাসেল আহমদের সাথে বার বার যোগাযোগ করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই নিউজ ৩১১ বার পড়া হয়েছে