১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে যুবকের উপর হামলা, প্রধান আসামীকে কারাগারে

প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৫, ০৮:১৪ অপরাহ্ণ
গোলাপগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে যুবকের উপর হামলা, প্রধান আসামীকে কারাগারে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুরে কুশিয়ারা নদীতে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাকিল আহমদ মুন্না নামের এক যুবকের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় (মামলা নং-) প্রধান আসামী সুনু মিয়ার ছেলে মসুদ আহমদ (৪২) কে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার এই মামলার ৬ আসামী আদালতের আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত ৫ আসামীকে জামিন দিলেও প্রধান আসামী মসুদ মিয়াকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট পরিমল।

জানা যায়, ওই বালু খেকো চক্র দীর্ঘদিন থেকেই
গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুরের ডেপুটি বাজার বালু চরে রাতের আধারে ট্রলার ও নৌকা দিয়ে বালু উত্তোলন করে আসছিল। এই ব্যাপারে এলাকাবাসী সোচ্চার হওয়ায় এলাকার অনেককেই এই বালুখেকো চক্র হুমকি ধামকি দিয়ে আসছিল।গত ১২ নভেম্বর গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের বরাবর অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আবেদন করায় ও সাংবাদিকদের সংবাদ প্রকাশে সহায়তা করায় এই বালুখেকো চক্র নিয়াগুল গ্রামের খলিলুর রহমানের পুত্র সাকিল আহমদ মুন্নার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।

এই নিউজ ৩১২ বার পড়া হয়েছে